Breaking News
Home / Breaking News / কবি সাবরীন জাফর এর কবিতা ” মায়াবী পুরুষ “

কবি সাবরীন জাফর এর কবিতা ” মায়াবী পুরুষ “

তাং-১১/০২/২০২২ইং

মায়াবী পুরুষ
✍️…সাবরীন জাফর

সুশ্রী মায়াবী শ্যামবর্ণা মুখশ্রী
দরিদ্র কবি মুগ্ধতার ছবি,
মনের ভাষা কলমে ঝরে কাব্যকথন সোনা রবি।

অপলক চেয়ে শুধু দেখি-
গভীর চাহনি নজর কাড়ে নিরব সে আঁখি,
পরাধীনতার শিকলে বাঁধা অতৃপ্ত আকাঙ্খায় সময় গুনে পাখি।

কতো কিছু লুকোনো
ছড়ায় না মুগ্ধতা করেনা প্রকাশ,
সবি তার ভেতর ঘরে অন্তরিক্ষে বাস
উদাস উদভ্রান্ত তার চলার আবাস।

বড্ড গুছানো তেল চকচকে চুল গুলো
একদম নয় এলোমেলো।
সুঠাম দেহের অধিকারি ফিটফাট অতিসাধারণ,
একটু নয় অগোছালো।

কত জমা মনের কথা মুখে প্রকাশ হয়না
বুকের ব্যথা ভেতর ঘরে শান্তি খুঁজে পায়না;
নিজের মাঝে রোজ থাকে বন্ধ
একা একা মিলায় হিসাব রয়ে যায় দন্ধ;
জীবন খাতায় কলম লিখে ছন্দ-
কারো কাছে ভীষণ ভালো নিজের কাছে মন্দ,
তাতে নেই আক্ষেপ নেই কোন আনন্দ।

হাসি খুশি কোথায় যেন হারিয়ে গেছে
তা নিয়ে মাথা ব্যথা নেই ঘুরে না তার পিছে,
বেঁচে ও যেনো মৃত আছে চেপে যাওয়া দীর্ঘশ্বাসে।

সে চায় কেউ তার অন্ধকার ছন্ন আকাশে চাঁদ হ’য়ে আসুক,
মেঘময় কুয়াশা কাটিয়ে কেউ বৃষ্টি হয়ে ঝরুক।
তপ্ত মরুভূমি রুক্ষ বালুকায় উর্বরতা হোক
চারপাশে ভিজুক সজীবতায় ভরে মরা গাছে ফুল ফুটুক,
কেউ প্রজাপতি, কেউ পাখি, কেউ ময়ূর হবে মনের ইচ্ছে মতো তার হৃদয়ে উড়ুক।

সে চায় কেউ তাকে বুঁজুক আড়াল হলে খুঝুক
তার একাকিত্ম নিঃসঙ্গ জীবনে কারো আগমন ঘটুক।
যে তার না বলা কথা গুলো ঠিক বুঝবে অকপটে।

সে চায় কেউ তার ভালোবাসায় ডুবুক
কেউ আসুক একরাশ প্রেম নিয়ে,
বিষন্ন যাত্রাপথে রংধনু হয়ে পথ দেখাবে।

এ-তো সব বাসনা গোপন পাহারায়
নেই ভয় তবে বড্ড সংশয়,
লজ্জা আত্মাসম্মান বিকিয়ে কিছু পাওয়ার নেই স্বভাব,
তবে ভেতর ঘরে অনেক কিছু অভাব।

সুন্দর মনের সরল মানুষ জটিলতা ভাব,
চাওয়া তবুও খুব বেশি হলে-ও আশ্চর্যের ব্যাপার ফেলে কোনো প্রভাব।

জীবন যাচ্ছে যেমন বয়ে যাক
এতটা নেই প্রত্যাশা সহজে নির্বাক
ভাবনা বিভোর স্বপ্ন গুলো কল্পনায় জীবন্ত থাক,
কেউ আসবে আশা তবুও নিরাশা পায়না খুব ভরসা,
কেউ নিবে তার জীবনে সুন্দর একটা বাঁক।
অসমাপ্ত জীবন তার কারো ভালোবাসায় সম্পূর্ণতা পাক।

Powered by themekiller.com