Breaking News
Home / বিচিত্র খবর / তোমার নীল খাম

তোমার নীল খাম

কবিতাঃ তোমার নীল খাম
কবিঃ -মো.হুমায়ুন কবির

তুমি আমায় এতো বেশি
বাসতে অনেক ভালো,
নীলাভ খামের পত্রগুলো
আমার চোখের আলো।
তোমার সাথে কাটতো সময়
সকাল থেকে সন্ধ্যা,
নিঠুর সময় করে দিলো
এক্কেবারে বন্ধ্যা!
কথা বলতে মৃদু তুমি
কপোল কাঁপতো থিরথির,
বাতাস বয়ে যেতো তখন
পত্র পাতায় ঝিরিঝির।
হাসলে পরে নজর কাড়া
টোল পড়তো গালে,
তুমি তখন আটকা আমার
গভীর প্রেমের জালে।
জালতো নয়, আটকও নয়
ছিলো প্রেমের টান,
সেই টানেতে জড়িয়ে গেলো
নিটোল দুটি প্রাণ।

Powered by themekiller.com