Breaking News
Home / বিচিত্র খবর / “মুখে খাইনা নাকে” মহসিন ভূঁইয়া,

“মুখে খাইনা নাকে” মহসিন ভূঁইয়া,

কবিতাঃ “মুখে খাইনা নাকে”
৷৷৷৷৷৷৷ কবি ঃ মহসিন ভূঁইয়া,।।।।।।।

মুখে খাইনা নাকে,
বলে যাকে তাকে,
যৌতুক আমি নিবোনা কভু,
বলে আড্ডার ফাঁকে।।

অবশেষে, সেদিন তাহার বিয়ে,
দেখলাম আমি গিয়ে,
মুরগীর সাইজ ছোট হলো কেনো,
রাগ করছে তা নিয়ে।।

বিয়ের দুদিন পর,
বুঝো কে আপন পর,
রাধিতে বউয়ের নুন কম হলে,
ঠাস করে মারে চড়।।

কথায় কথার ছলে,
বউকে হঠাৎ বলে,
কি দিয়েছে তোমার বাড়ি থেকে বলো,
বিবাহ শাদির কালে।।

ভাসুর,শ্বাশুড়ি মিলে,
কি কথা বলিবো শোনো,
ব্যবসা করিবে তোমার পতি,
বাড়ি থেকে টাকা আনো।।

দুঃখীনি বধূ বলে বাবা-মাকে,
আরও জানবে ভাই কি?
টাকা দিতে হবে জামাইকে তোমার,
সুখ যদি মোর চাও কি।।

অসহায় বাবা ভাবনায় পড়ে,
টাকাকড়ি হাতে নাই যে,
এতোগুলো টাকা হঠাৎ করে,
কোথা হতে মোরা পাই যে।।

টাকা না পেয়ে অসুর স্বামী,
বউকে করলো প্রহার,
অনুনয়,বিনয় করলো যে কতো,
কতইনা করলো চিৎকার।।

যৌতুক আমি নিবোনা বলে,
কতো শয়তানি ওরা করে,
বিয়ের পরেই শ্বশুর বাড়িকে,
শুষে খায় নানা ছলে।।

Powered by themekiller.com