Breaking News

আকুতি

কাব্যঃ- “আকুতি”
লেখক- মহসিন ভূঁইয়া,

★তবু আকুতিটা রয়েই গেলো,
শেষটা দেখে যাওয়ার,
তুমি কভু আসবে বলে,ভগ্ন হৃদয়ে আমার।

আমিতো আগের মতোই আছি,
শুধু ইচ্ছেগুলো বদলে গেছে,
বদলে গেছে কামনার সত্তাটা।
আর তুমি?
দিব্যি ঘুরছে তোমার সুখের জীবন চাকা,
সুখের সাগরে ভাসিয়ে স্বপ্নতরী,
কল্পনার জাল বুনে আঁকা বাঁকা।
এমনতো কথা ছিলোনা,
কথা ছিলো,দুজনে মিলে হারিয়ে যাবো,
জীবনের অতল ঘূর্ণিস্রোতে,
উন্মুক্ত দরিয়ার বিশাল জলরাশিতে,
যেখানে থাকবেনা,ডুবে যাওয়ার ,হারাবার ভয়,

আজ তোমার ভাবনার দেয়ালেতে,তুমি আছো বন্দী,
আমার ভাবনায় আটি,তোমাকে ভুলে যাবার ফন্দি,
কি করে ভুলি, সেই আনন্দময় সুখ স্মৃতি?

জানি,তা পারবোনা হয়তো,
তবু পারতেই হবে যে আমায়,
শুধু তোমার এক আকাশ ভরা,স্বপ্ন সুখের আশায়।

নিয়তির নিষ্ঠুর এ ধরায় বেঁচে আছি,
একবুক হাহাকার,একবুক যন্ত্রণা নিয়ে,
আকুতিটা ডুকরে কেঁদে উঠে ভেতর হতে,
তুমি যদি সত্যি হতে আমারি,
তোমাকে পেতাম যদি।
হয়তো ছোট্ট এই জীবন ভেলায়,
কিছুই থাকতোনা আর চাওয়া পাওয়ার,
আর কিছুই থাকতোনা হারাবার।

অবশেষে,
একদিন থাকবোনা আমি,থাকবেনা তুমি,
থাকবে শুধু আমাদের নিরব, নিস্তব্ধ সমাধি,
তবুও থেকে যাবে হৃদয়ের হাহাকার,
না পাওয়ার দুঃসহ আকুতি।।

Powered by themekiller.com