Breaking News
Home / Breaking News / কবি নুরুন্নাহার এর কবিতা “নীলিমার বিরহে”

কবি নুরুন্নাহার এর কবিতা “নীলিমার বিরহে”

নীলিমার বিরহে
নূরুন্নাহার
‌ ১১-০৩-২০২২

নীলিমা! কেমন আছ তুমি?
বড্ড জানতে ইচ্ছে হয়!
নতুন সঙ্গী নিয়ে নতুন স্থানে ভালো আছ শুনেছি।
তুমি ঠিকই বলেছিলে সেদিন,
নীল তুমি আর বদলালে না।
সত্যি আমি আগের মতই রয়ে গেছি।
বদলাই নি সামান্য পরিমাণও!
প্রতিদিন বিকেল পাচঁটায় এখনও
ব্রীজের উপর দাঁড়িয়ে থাকি।
তোমার অপেক্ষায়!
আমি বড্ড বেখেয়াল,
তুমি আসবে না জেনেও দাঁড়িয়ে থাকি!
তুমি জানো নীলিমা?
তোমার স্মৃতিগুলো আমায় ভীষণ কাদাঁয়!
ঘুমাতে পারি না!
আমার আঁখি যুগলে ভাসতে থাকে
তোমার সেই শুভ্র দাঁতের হাসি,
অভিমানী সেই দুটি গাল,
কমলা লেবুর কোয়ার মতো ঠোঁট,
ফোলা ফোলা নাক,
মায়াবী চাহনী ও
এলো চুল আমায় ঘুমাতে দেয়না!
আমার অপরাধ কী ছিল বলতো?
তোমায় আপন করতে চেয়েছিলাম
এটাই কি অপরাধ?
তবে কেন ভালবাসা শেখালে?
আমার মায়ের সেই নীল সোনা হয়ে থাকতে দিলে না কেন?
নীলিমা! আমি আজও তোমাকেই ভালোবাসি।
যদি কখনও তোমার কষ্ট হয় চলে এসো!
নীল তোমাকে আগের মতোই ভালোবেসে
সমস্ত কলঙ্ক মুছে দিয়ে বুকে জড়িয়ে ধরবো!

Powered by themekiller.com