Breaking News
Home / বিচিত্র খবর / কেন অভিমানী

কেন অভিমানী

কবিতাঃ-কেন অভিমানী
(লেখকঃ- মহসিন ভূঁইয়া)

অভিমানী তুমি,অভিমানী আমি,
কি এক দুঃসহ অপেক্ষার প্রহরে,
কাটেনা দিন,কাটেনা রাত,
ভালোবাসার এই দূর্গম শহরে।।

তুমি ছিলে নিত্য ভালোবাসার সঙ্গী,
তুমি ছিলে নির্ঘুম রাত,
তুমি ছিলে হৃদয়ের আঙিনায়,
আবেশে জড়ানো দুটি হাত।।

কেনো তবে এই অভিমান,
কোনো এই নিস্তব্ধতা?
কেনো ভাঙ্গা মন হয় চুরমার,
হারায় ভালোবাসার সরলতা।।

যন্ত্রণা আর অপেক্ষার এক প্রহর শেষে,
অবশেষে ভাঙলো অভিমান, দুটি আত্মাকে ভালোবেসে,
ভগ্ন হৃদয়ে তবে, ভালোবাসার জয়গান,
তুমি আমি দুজন, থাকি চির হাসিখুশি অম্লান।।

Powered by themekiller.com