Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক এর কবিতা ” কথা দিলাম মা “

কলকাতার কবি সোনালী আদক এর কবিতা ” কথা দিলাম মা “

কথা দিলাম মা
সোনালী আদক
১০/০৩/২২

আজকের দিনে জন্মেছিলো অভাগী, মাগো তোমার জঠর ফুঁড়ে
তোমার মতো কেউ আপন করে না মা,স্বার্থ ফুড়ালে দেয় ছুঁড়ে ।
এতো এতো আখ্যা জিতেছি, তোমার দেখানো এই রঙিন পৃথিবীতে
কেউ বলে বেহায়া, কুঁড়ে, মিথ্যুক, কামচোর, অথবা হিংসুটে।
আসলে দুনিয়ায় কেউ কারো নয় ,নাড়ি ছেঁড়া নাড়িতে আঘাত হানে
ক্ষত জায়গাটায় দেয় নুনের ছিটে, নাড়ির টানের দুর্বলতা জানে।
অভাবে ভরা জীবনে, না পাওয়াতেই ছিলাম তো বেশ সুখী
বাটি ভর্তি চিকেন কাবাবে পেট ভরে মা,মন থাকে কেনো অসুখী।
না পাওয়ার ভিড়ে শান্তি ছিলো অগাধ, এখন তা সত্যিই খুঁজি
স্বাচ্ছন্দ্যের মাঝেও বিশাল ফারাক ,ভালোবাসা নেই বেশ বুঝি।
যাদের কাছে টানি ভালোবেসে, স্বার্থ ফুড়ালে করে দুরদুর
আঘাত হজম করি আবার ঝাঁপিয়ে পড়ি, তাদের পিছে করি ঘুরঘুর।
তোমার মতো নিঃস্বার্থ ভালোবাসার, আজ যে বড্ড অভাব
মাথা নত করে সব সয়ে যাওয়াটাতো, তোমারই দেওয়া স্বভাব।
দোষে গুণে ভরা পাপী দেহটা, বয়ে চলেছি বছরের পর বছর
অন্তরটা এখনও শুদ্ধ রেখেছি মা ,অপেক্ষায় গুনছি প্রহর।
বড্ড কষ্ট বুকের ভিতর, নিঃশ্বাসটাও মাঝে মাঝে দেয় ফাঁকি
দুচোখ বুজে দুহাত বাড়িয়ে, তখন শুধু মা তোমাকেই কাছে ডাকি।
পঞ্চব্যাঞ্জন,বাটি ভর্তি পায়েস মিষ্টি দই হয়তো আজ থাকবে
তোমার অনুপস্থিতির স্মৃতির মোড়কে, কোনো প্রকারে এ মেয়ে বাঁচবে।
গরীব দুঃখীর মাঝে মাগো, আজ কিছুক্ষণ হারিয়ে নাহয় যাবো
ওদের মধ্যেই তোমার আত্মার শান্তির, সিকিভাগ দিশা খুঁজে পাবো।
তোমার মতো মমতাময়ী মায়াধারী হতে, নিতে হবে হাজার জনম
শতবার জন্ম হলেও পাই যেনো, ধরতে তোমার পবিত্র চরণ।
যেখানেই থাকো খুব ভালো থেকো মা,পরম শান্তিতে থেকো
তোমার রক্ত মাংসে গড়া এই অভাগীকে, পাপ হিংসা থেকে মুক্ত রেখো।
যেখানেই থাকি যা করি, আমার বুড়ো ছেলেটারও খেয়াল রাখবো
তোমায় দেওয়া কথায়, অসহায় বাবাকে নিজ সন্তান সম ভাববো।
জীবনের এই প্রথম জন্মদিন হাহাকারে ভরা, মাগো তুমি ছাড়া
এ ব্যাথা কেউ বোঝেনা মাগো, আমি কতটা হতভাগী দিশেহারা।
দুনিয়া খানা বিরাট রঙ্গমঞ্চের, মুখোশের আড়ালে নাট্য শালা
জীবন গতিময় ছুটন্ত এক্সপ্রেস, রিটার্ন টিকিট কাটা ধৈর্যের পালা।
আবার জন্ম নিলে ওমা মাগো,তোমার বুকেই যেন ফিরে আসি
একটু অপেক্ষা করো আসবো তোমার কাছে, তোমায় বড্ড ভালোবাসি।
কিছু কাজ বাকি দেবো নাগো ফাঁকি, আজ এই শুভ দিনে কথা দিলাম
মনোস্কামনা পূর্ণ করো মাগো ,কথা রাখবো জন্মদিনে শপথ নিলাম।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Powered by themekiller.com