Breaking News
Home / Breaking News / পাটের চাহিদা সমৃদ্ধ করতে সরকার খুবই আন্তরিক… মোঃ ইমতিয়াজ হোসেন

পাটের চাহিদা সমৃদ্ধ করতে সরকার খুবই আন্তরিক… মোঃ ইমতিয়াজ হোসেন

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন বলেছেন, সোনালী আঁশ পাট গত কয়েক বছর ব্যবহার খুবই কম ছিলো আধুনিক সভ্যতায়, বর্তমানে পাটের উপর চাহিদা বেড়েছে, আগে পাটের উপর নির্ভরশীল থাকায় পাটকে সোনালী আঁশ নাম দেয়া হয়েছে। তিনি ৬ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসক মিলনায়তনে পাট দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন। চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শারমিন এর সভাপতিত্বে পাট দিবস উপলক্ষে প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সময়ে পাট ব্যবহার ও পাটকে সমৃদ্ধ করতে পাট চাষীদের ব্যাপক সহযোগিতা করে আসছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, দেশ স্বাধীনতার পর পাটকল গুলোতে বড় বড় অফিসাররা কর্মরত ছিলেন, এসব অফিসারদের দেখতে বিভিন্ন এলাকা জেলা উপজেলা থেকে লোক আসতো, তখন পাটের চাহিদা ছিলো ব্যাপক। উক্ত পাট দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজিের পরিচালক শ্রী গোপাল সাহা। পরিচালনায় ছিলেন পাট সমিতির কর্মকর্তা মোঃ সাইফুল আলম।

Powered by themekiller.com