Breaking News
Home / Breaking News / কবি আব্দুল্লাহ আল আমিন মন্ডল এর চমৎকার কবিতা ” স্বচ্ছ ভালোবাসার পরশ”

কবি আব্দুল্লাহ আল আমিন মন্ডল এর চমৎকার কবিতা ” স্বচ্ছ ভালোবাসার পরশ”

🌷🌱স্বচ্ছ ভালোবাসার পরশ🌹🌱
✍আব্দুল্লাহ আল আমিন মন্ডল

জীবনের কোন এক মুহুর্তে একাকিত্বের বেড়াজাল পেরিয়ে প্রিয়তমা সঙ্গিনীর ভালোবাসায় তৃপ্ত অবয়বে অগোছালো জীবনে বেঁচে থাকার একটা সঠিক পথের সন্ধান পাই।
এক মায়াবী বাঁধনে আবদ্ধ হয়ে নীল ভালোবাসার স্বচ্ছ পরশে জড়িয়ে যাই তার সাথে!

কিছু আবেগ,কিছু অনুভূতি আর কিছু প্রত্যাশার আধো ছায়ায় আগলে থাকে সে মনের আষ্টেপৃষ্টে।
সব চাওয়া পাওয়ার অপূর্ণতাও পূর্ণতা রূপে ফিরে আসে মনের গহীনে। কিছু না পাওয়ার হৃদ্য যন্ত্রণাও একটা সময় বিরহের শুকনো মায়া জালে আটকে পড়ে।

গতিহীন স্বচ্ছ জলে মায়া ভরা প্রেমের সমীহে ফিরে পাই খর স্রোতের ধারা।
ব্যর্থ মনোবাঞ্ছনাও মিলেমিশে একাকার হয়ে যায় প্রিয়সীর লাল উষ্ঠ ভাঁজে।

বিধাতার কোন এক কঠিন পরীক্ষায় রাজ স্বাক্ষী হয়ে নীল দেয়ালের মানচিত্রে ঘিরে থাকে তার মধুরতা।

মাঝে মাঝে জীবনটাকে কিছু কালো ছায়া ঘিরে ধরে আবদ্ধ অন্ধকার কূপে।
তখন বন্ধ হয়ে আসে প্রশান্তির নিঃশ্বাস।জীবনের সেই কঠিন সময়টাতেও সে একটা হাত বাড়িয়ে দেয় মধুর ভালোবাসার প্রতিচ্ছবি রূপে।

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দেহের সমস্ত কষ্ট ভুলে
নিমিষেই সুখ শান্তির শুভ্র পালকে আলিঙ্গন করে প্রেমময়ী জীবন।
মনের অন্ধর মহলে মধুর তীক্ষ্ণতায় গাঁথা থাকে তার স্বচ্ছ ভালোবাসায় পরশ।
এভাবেই আবার ফিরে পাই যেন বেঁচে থাকার পূর্ণ স্বাদ।

হৃদ্য মনের স্পন্দন ছড়িয়ে এলোমেলো ভাবে ছুটে চলা নীড় হারা উড়ন্ত পাখির মতো খোঁজে পাই সুখের তৃপ্ত ঠিকানা।
বেহিসাবি পথচলা এ জীবনে আবার যেন ফিরে আসে অষ্টভুজের নিখুঁত বিন্যাস।

তাং-২৭.০২.২০২২
মুক্তাগাছা,ময়মনসিংহ।

Powered by themekiller.com