Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট রিটন মোস্তফা রিটন এর কবিতা 🛑 ব্যর্থ মিশন 🛑

কবি ও কলামিস্ট রিটন মোস্তফা রিটন এর কবিতা 🛑 ব্যর্থ মিশন 🛑

🛑 ব্যর্থ মিশন 🛑
– রিটন মোস্তফা

আমার যাবার কথা ছিল না
কথা ছিল রোদেলা দুপুর পেরিয়ে
বিকেলের ক্লান্ত মেঘ ছুঁয়ে
তোমার কপালে অস্তগামী আলো দেখানোর
কথা ছিলো সন্ধ্যার অবসন্ন রঙে
জীবনের সব গুলো পাতায় রাত্রির গল্প লেখার

কথা ছিলো নিত্যদিনের ঘাম মুছে
তোমার হাতে তুলে দেব ঝিনুকে লুকানো মুক্ত
অথবা কয়লার ভাঁজে রক্ষিত হিরোক খন্ড।
কথা ছিলো পারি দেব পথ ও সমুদ্র
সাহারার পথে পথে এঁকে দেব জীবনের ছবি
কবিতা লিখে দেব হাজরটা হিরোশিমার বুকে।

আমাদের কথা ছিল আরও হাঁটব
উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর পথে
দক্ষিণ থেকে পশ্চিমে জেগে ওঠা নতুন সভ্যতায়
অথবা হাঁটব হাজার মাইল, যেখানে পা পড়েনি আমাদের।

যুগল পায়ে একে একে পারি দেব সমস্ত অঞ্চল
পাড়ি দেব আমাজন থেকে আফ্রিকান জঙ্গল
মানুষের ভীড়ে মানুষকে শেখাব সৌহার্দ্য ও প্রেম
নির্ভয়ে হেঁটে যাব ফিলিস্তিন অথবা ইউক্রেন হয়ে সাইবেরিয়া
রক্তের দাগ তুলে সেখানে পুঁতে দেব সভ্যতার বৃক্ষ
কথা ছিলো প্রতিবাদের মিছিলে হাঁটবো দুজনেই।

কথা ছিলো জীবন ও যৌবন যেখানে যায় যাক
বুকের প্রশস্ত প্রান্তরে লটকে দেব আমাদের অমরত্ব
আমরা থেকে যাব যুদ্ধ বিগ্রহে, থেকে যাব বিজয়া মিছিলে
আমাদের বন্ধনে পৃথিবী খুঁজে নেবে প্রেমের সংলাপ
বিরূপ ও অসহিষ্ণু ক্রোধে থেকে যাব শান্তির পতাকা হয়ে।

কথা রাখনি তুমি,
পূর্ব থেকে পশ্চিমে আড়ালে অথবা সম্মুখে
চলছে বেয়নেট, মিসাইল আর বুলেটের হুঙ্কার অযথাই
প্রেম করা হয়নি সফল, শেখানো হয়নি প্রেমেই কী শান্তি
দেশে দেশে তাই লেগে আছে হানাহানি, ক্রোধের গর্জন
উড়ান হয়নি যুদ্ধের পতাকা ছিঁড়ে শান্তির পতাকা খানি।

Powered by themekiller.com