Breaking News
Home / Breaking News / চান্দ্রায় ইউপি চেয়ারম্যানের উদ্যােগে জাটকা নিধন প্রতিরোধে আখনের হাট খালে বাসের খুটি

চান্দ্রায় ইউপি চেয়ারম্যানের উদ্যােগে জাটকা নিধন প্রতিরোধে আখনের হাট খালে বাসের খুটি

মোঃ হোসেন গাজী।।
ইলিশের পোনা জাটকা রক্ষায় সরকার ঘোষণার পর পরই চাঁদপুরসহ দেশের ৪টি প্রজনন কেন্দ্র বেশ সোচ্চার ভুমিকা পালন করতে শুরু করেছে। ইতিমধ্যে চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশে জেলার সবর্ত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সচেতন মহলে ইলিশ রক্ষা তৎপর রয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক এর নির্দেশনা মোতাবেক এবং চাঁদপুর সদর উপজেলা টাস্কফোর্স কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক, মার্চ-এপ্রিল দুই মাস জাটকা রক্ষা অভিযান চলাকালে জেলেরা যেনো নৌকা নিয়ে পলায়ন করতে না পারে সেজন্য চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আখনের হার্ট এর দক্ষিণ পাশে মেঘনা নদীর সংযোগ খালের উপর বাস ও খুঁটি দিয়ে বেড়া নির্মাণ করেন চাঁদপুর সদর উপজেলা ১২ চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।

Powered by themekiller.com