Breaking News
Home / Breaking News / বন্যা ও ভূমিধসে ইটালিতে নিহত ১৪

বন্যা ও ভূমিধসে ইটালিতে নিহত ১৪

অনলাইন ডেস্ক :
সপ্তাহব্যাপী বৈরি আবহাওয়ায় ও বন্যায় ইটালিতে ১৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির জননিরাপত্তা সংস্থা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে শক্তিশালী বায়ু ও ভারী বৃষ্টিপাতের ফলে ইটালির যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে তা এক দশকের রেকর্ড ছাড়িয়ে গেছে।

ইটালির ভ্যানুটু অঞ্চলের গর্ভনর লুকা জাইজা এ অঞ্চল পরিদর্শন করে জানান, এক সপ্তাহব্যাপী ভূমিধস, বন্যা ও অতিবৃষ্টিতে এ অঞ্চলের টেলিফোন যোগাযোগ বন্ধ রয়েছে।

ভ্যানুটু অঞ্চলের প্রেসিডেন্ট রবার্তো সিম্বতি বলেন, ঝড়ের কারণে ওই অঞ্চলের প্রায়ই ৩ লাখ গাছ ধুবরে পরেছে এবং ১০ হাজার গাছ উপচে পড়েছে।

এদিকে অঞ্চলটিতে রাস্তাঘাট ও অনান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ চলছে।

পার্বত্য অঞ্চলের ভূমিধসে সেখানকার অনেক বাড়িঘর এখনও গাছের নিচে চাপা পড়ে আছে।

Powered by themekiller.com