Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “যদি যেতে হয় “

কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “যদি যেতে হয় “

কবিতা – – যদি যেতে হয়
শ্যামল ব্যানার্জী
০২/০৩/২০২২

যদি চলে যেতে হয় চলে যাবো,
শব্দহীন পায়ে নীরবতা রেখে যাবো,
একঘেয়ে সময় আর অলস বাতাস আজ বড় ভারী,
সংকেত এলে প’র নিঃশ্বাসে উজান বাইবো বৈঠা হাতে,
ইজেল-ঘরে প’ড়ে থাক জীবন গল্প রকমারি।
কানাগলি ঘিরে ছেড়া অন্ধকার
শ্যাওলা জমাট পাঁজরে আমার হাজারো কবিতা,
প্লাবিত শহরে রিক্ত শূন্যতা নিয়ে বেঁচে থাকি
নির্বাক শব্দ মিছিলে আমি একা,
ভীষণ একা… লিমেরিক শব্দের ভীড়ে।
চলতি পথে তোমার ভ্রু সঙ্গমে
গঙ্গা যমুনা ফেরেনা কখনও,
ফেরেনা শালিক ফিঙের ছন্দবদ্ধ ভাষা,
ফেরেনা কত অব্যক্ত কথারা…
না বলা কথার ভীড়ে।
কত কথা মরে যায় নিস্ফল আবেদনে,
ব্যার্থ হূতাশনে আদর্শ.. দর্শনের
যে কথার নেই কোনো মানে।
যদি চলে যেতে হয় চলে যাবো,
নির্বাক সময়ের গতি পথে যুগল বন্দী
রেখে যাবো আমাদের,
যদি চলে যেতে হয় চলে যাবো,
নির্ভিক পদক্ষেপ রেখে যাবো
দগ্ধ মিছিলের ভগ্নাংশ পথে।
সবুজ ঘাসের মাঠ পেরিয়ে
ও ধারে সোনালি ধানের শিষ,
প্রজ্বলিত করে দু-হাতে দীপ শিখা
আগামী সম্ভাব্য রুটির তল্লাশে।
যদি চলে যেতে হয় চলে যাবো – –
শেষের মিছিলটা রেখো লম্বা
এক পেট ক্ষিদে নিয়ে হাঁটবো যখন
রেখে যাবো এক মস্ত উত্তর।

Powered by themekiller.com