Breaking News
Home / Breaking News / কবি ও কলামিস্ট রিটন মোস্তফা’র দুর্দান্ত কবিতা “কলম কৌশল “

কবি ও কলামিস্ট রিটন মোস্তফা’র দুর্দান্ত কবিতা “কলম কৌশল “

কলম কৌশল
– রিটন মোস্তফা

তুমি যখন অবান্তর
তোমার জন্য তখন আমার কোন টেনশন নেই
রোদে পুড়ে তখন আমি যোদ্ধা হতেও রাজি।

তুমি যখন অযাচিত
তোমার জন্য তখন আমার স্বপ্ন নেই
ভীষণ ব্যস্ত তখন আমি আমার পাঁজর লুকাতে।

তুমি যখন উদ্ভট কবি
কলমের খাপে ঢেকে রেখে নিজস্ব বিবেক
আঙুল তোল তৃতীয় কোন অবয়বে,
তখন আমি হাসি।
জোকার জোকার লাগে তোমাকে,
আমি হাসতেই থাকি।

তোমার কপচানো শব্দের ভাঁজে
যে ধর্ষিত নারী কাঁদে
ওর ঠিকানাটাও আমি চিনি,
ও তো তোমারই অসহায় দাসী।

ভদ্রতার লেবাসে যখন
তুমি ফুরফুরে পতঙ্গ
তখন আমার রাগ নেই,
তখন আমি সতর্ক
তোমার কলমে উঠে আসবে বিবস্ত্র নারী,
ভীষণ উদ্বিগ্ন তখন আমি

আজকাল তোমার কপচানো কাব্যে
আমি তোমারই নিজস্ব রূপ দেখতে পাই
তোমার হিংস্র জ্বিহ্বা, তোমার উলঙ্গ দাঁত
তোমার ফোঁসফাঁসে তখন আমি আমারও চরিত্র খুঁজি।

কলমে কপচাই বিবেকের আর মানবিক শব্দ
আসলে আমিও তো মুখোশে থাকি, মুখোশেই লেখি
এ চরিত্র আমার বংশগত, আমিও যে আড়ালে ভণ্ড।

কলমে যা কপচাই, অমানবিক, বিবেকহীন, অসাধু
ওটা আর কেউ না, তোমাকে বলা সে তো আমারই চরিত্র।

Powered by themekiller.com