Breaking News
Home / Breaking News / কবি মৃদুল সাহা এর কবিতা ” অমৃত মৃত্যুর মতো”

কবি মৃদুল সাহা এর কবিতা ” অমৃত মৃত্যুর মতো”

~~~অমৃত মৃত্যুর মতো~~~(স্বত সংরক্ষিত)

~~~মৃদুল সাহা~~~

তাং~~২৮/২/২২

একফালি রোদ এসে ছিল কিছুক্ষণের।
তারপর সবটাই স্মৃতি হয়ে,এলোমেলো,
অলীক বারান্দায়, কিছু কবিতার বই।
এখন স্বপ্ন গুলো শুধু হাঁটে, নিশা চর !

হাঁটতে হাঁটতে দেখি নাম না জানা ফুল,
নাম দেই তারে মনের মতো, তুমি যেমন।
ওখানে এখন আর ফুল ফোটে না !
ফুলের নাম গুলো নতুন, জমিয়ে রাখি।।

একদিন খুব সুন্দর একটা কবিতা লিখব,
সেদিন একফালি রোদ দীর্ঘ হবে বুকের
ভিতর। নদীর চোখের মতো কবিতাটা
জলের রেখায় ! একদিনের প্রেমিক হবো।

ভালবাসায় মৃত্যু ও সেদিন হবে নির্ভয় !

আমি চলে যাওয়ার পর আবার,এমন,
যদি কখনো ফিরে আস এই পথে একদিন।
তবে দু-পা হেঁটে যেও একটু, ঐ দক্ষিনে।
কোন ফুলের বাগান নয়,হিজলের নীচে।

জলজ বাতাসে শ্বেত গোলাপের ঘ্রাণ পাবে।
অমৃত মৃত্যুর মতো কিছু সুখ আছে নীরবে !

———-

Powered by themekiller.com