Breaking News
Home / Breaking News / কবি আব্দুল আল আমিন মন্ডলের কবিতা ” বিবেকের দংশনে পুড়ছে বিশ্ব”

কবি আব্দুল আল আমিন মন্ডলের কবিতা ” বিবেকের দংশনে পুড়ছে বিশ্ব”

বিবেকের দংশনে পুড়ছে বিশ্ব
✍আব্দুল্লাহ আল আমিন মন্ডল

সারা বিশ্ব!অবাক তাকিয়ে
করছে টা কি মহা শক্তির রুশ ক্ষমতাধর!
ইউক্রেনে আজ চলছে কেন?
মানব হত্যার এমন তীব্র ঝড়!

মুহুর্মুহু আক্রমণ!
আকাশ থেকে ধূমকেতুর মতো ছুটছে
শুধু বোমা আর ক্ষেপণাস্ত্র
পুড়ছে বাড়ি পুড়ছে মানুষ
বিবেকের দংশনে বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত!

নিরপরাধ যত মানুষ!
বাঁচার জন্য ছুটছে পথ,ফেলছে দীঘর্শ্বাস
মনুষ্যত্ব আজ হারিয়ে গেছে
মানবতার আজ হয়েছে যেনো গ্রাস!

সারা বিশ্ব জানে,ওরা সভ্য জাতি!
তবে অসভ্যের মতো
কেন এতো মানুষ হত্যা!কেন এতো অত্যাচার?
ক্ষমতার লোভে ক্ষমতার কেন আজ এই অপব্যবহার।

ইতিহাস স্বাক্ষী
ক্ষমতা কারো টিকে রয় না বহুকাল!
হিটলার যেমন ভেঙে গেছে ঝড়ে
তেমনি ঝরবে সকল অপশক্তি চিরকাল।

আমরা শান্তির পথিক
আমরা সম্প্রীতির করি তাই সন্ধান!
বিশ্ব জুড়ে মানবতার হোক জয়
সুশীল জাতি হিসেবে এটাই মোদের আহবান।

তাং-০১/০৩/২০২২
মুক্তাগাছা,ময়মনসিংহ।

Powered by themekiller.com