Breaking News
Home / Breaking News / কবি নুরুন্নাহার এর কবিতা “দুনিয়ার পর”

কবি নুরুন্নাহার এর কবিতা “দুনিয়ার পর”

দুনিয়ার পর
নূরুন্নাহার

মৃত্যু যন্ত্রণা যে কতটা ভয়ানক
তা কেবল মৃত্যু পথযাত্রীই জানে।
কেউ বুঝতে চায় না, কিন্তু সবাই!
সবাই জানে জন্মিলে মরিতে হবে।
তবুও আমাদের মন ছুটে অর্থের পেছনে।
ভোগ বিলাসে মত্ত মোরা,
আরও চাই গাড়ি ঘোড়া।
বাঘ সিংহের গর্জন দেওয়া মানুষটা
আজ মাটিতে শুয়ে আছে।
সঙ্গে কিছুই নেই তার!
শুধু একটা, সাদা কাফন।
অথচ!
অথচ মানুষটাকে স্যালুট করতো,
হাজার হাজার লোক।
একদিন তাঁর ছিল
অর্থ, যশ, খ্যাতি ও প্রতিপত্তি।
চড়তো দামী গাড়িতে।
আজ তাকে নিয়ে যাওয়া হচ্ছে
চার বেহালার পালকিতে করে।
সেখানে তাঁর অর্জিত কিচ্ছু নেই!
শুধু একটা মাটির ঘর।
দরজা, জানালা, আলো বাতাসের কিচ্ছু নেই।
পুরো দুনিয়া হয়ে গেল নিমিষেই পর।

Powered by themekiller.com