Breaking News
Home / Breaking News / কবি মৃদুল সাহা, শব্দনগরের জন্মদিন নিয়ে লেখা কবিতা ” শব্দ নগর “

কবি মৃদুল সাহা, শব্দনগরের জন্মদিন নিয়ে লেখা কবিতা ” শব্দ নগর “

শব্দ নগর -মৃদুল সাহা

—অদ্ভুত এই শব্দ নগর—
—ছোট্ট একটা নদী—
—সদা আলোড়িত মুখর–
—-বইছে গতি নিরবধি—-

–সকাল সন্ধ্যা দুপুর রাতে–
—বহে ধারা অবিরল—
—–স্বপ্ন জোছনায় মাতে—
—-যৌবনা সুবক্ষা বিরল–

—–কত নামে কত তারা—
—–জ্বল জ্বলে ঝলকায়—
——হৃদয় বাগে ফল্গুধারা–
—-অনিন্দ্য বিলাসে উছলায়–

—সোনালী সানোয়ার মঞ্জু রহিম
—-নমিতা রিটন জান্নাত —
–ইন্দ্র অনামিত্র শ্যামল উদ্ভাস–
—-হারুন রবিউল গোবিন্দ একসাথ—

—-ইলা মৃদলা অরুন্ধতী—
–নিখিল গোবিন্দ হাবিব নাহার–
–মিঠু কৃপা অসীমা ছড়ায় দ্যুতি–
–রঞ্জন সুমন আলমগীর অহংকার–

—আরো কত আপন আলোয়–
— -আঁধার রাতের মশাল–
–নির্ঝরের ন্যায় ছুটছে নির্ভয়
–শারমিন জেবুন দুর্বার দিকপাল–

–শব্দ নগর অফুরন্ত সুর গান–
—–হাজার শব্দের বন্ধন–
–হোক মহিমায় মহিমান্বিত অম্লান—
—শত হৃদয়ের মিলনের আলিঙ্গন–

Powered by themekiller.com