Breaking News
Home / Breaking News / কবি সাইকা আলম এর কবিতা 🌼অমর একুশ 🌼

কবি সাইকা আলম এর কবিতা 🌼অমর একুশ 🌼

অমর একুশ
——————-
কলমেঃ সাইকা আলম

হৃদয় গভীরে বাজে কার ধ্বনি
সে আমার মা’প্রিয় মাতৃভূমি;
শীতল শ্যামল কলমি লতার কোমলছায়,হলুদ সরিষা সবুজ ধানে,কবিতা গানে কথার সুরে বাঁধি তারে মনে।

হেমন্তের সোনালী ছায়ায় পৌষের রোদ্র মায়ায় আঁচলে বাঁধি পিঠা পুলি খেজুরের রস চোখে ভাসে গাঁয়ের সেই মেঠো পথ।

বয়ে যায় নদী এঁকে যায় ছবি রাখালের মধুর বাঁশি
চেয়ে চেয়ে দেখি বয়ে চলে তিতাসে তরী।

মেঘে মেঘে আজ সুনীল আকাশ
গেয়ে যায় গান,এই পদ্মা এই মেঘনা এই যমুনা আমাদের নদীর নাম।

নদীর মতো বয়ে যেতে হবে একদিন, চলে যাবে সবই চলে যাবে সবাই,দিতে হবে অশ্রুগাথা হৃদয়ের দাম।

ইতিহাস কথা বলে সাক্ষী রাখে যদি, একুশ এলে নড়েচড়ে চেতনায় হয় সবই।

ফুলে ফুলে আজ দিব প্রতিদান
ভুলে যাব হৃষ্ট চিত্তের বুক ভরা অভিমান।
হৃদয় গহীনে রক্ত রঞ্জিত সুরে মুক্তির দ্বারে অমর একুশ আমার বর্ণমালার নাম।

Powered by themekiller.com