Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শুভা লাহিড়ীর কবিতা “মু জব্বার বুলছি”

কলকাতার কবি শুভা লাহিড়ীর কবিতা “মু জব্বার বুলছি”

#ইভেন্ট:–আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
#বিভাগ:–কবিতা
#ভাষা:–আঞ্চলিক
#শিরোনাম:–মু জব্বার বুলছি
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–21/02/2022
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
আইজ্ঞা মুক্যে তুমরা চিনত্যে লাইরছ্যেন ??
তা মুক্যে তুমরা চিনত্যে পাইরব্যেক ক্যেমন কর‌্যে?
মু হলম গিয়ে জব্বার।
হঁ হঁ জব্বার!
বাহান্ন সাল্যে যে ভাষা বাঁচানোর লাগ্যে লিজ্যের জান দিয়েছিল্য,মু সেই জব্বার।
মুর সথ্যে ই বাংলা ভাষার লাগ্যে রফিক,সালাম,শফিক আর বরকতের পারা কতঅ জুয়ান ছেল্যার তাজা রক্ত্যে ভাস্যে গ্যেছল ঢাকার ঝকঝক্যা তকতক্যা রাজপথ ট,,,,,,
শুধু কি তাই! শিলচরের মাটি সব কুমুদ,কানাই,শচীনের পারা এগার জনা তাজা রক্ত্যে ভাস্যে গ্যেছল,,,,,

মুদ্যের বাংলা ভাষার মান রাখাই ছিল্য মুদ্যের পথম দাবী।
কুনহ অন্যায় দাবী ছিল না মুদ্যের,কিন্তু তবুও মুদ্যের প্রাণ দিত্যে হুইয়েছিল পাক সেনাদ্যের আক্রমন্যে।
কত মা তাদ্যের সন্তানকে হারিয়ে সারাজীবন তুস্যের আগুন্যে ধিকিধিকি কর‌্যে জ্বল্যেছে,,,,,
কত শিশুক্যে অনাথ কইরেছ্যে ই ভাষা আন্দোলন ট,তার ইয়ত্তা নাই।

কিন্তু আজক্যে তুমহাদ্যের ঘটা কর‌্যে ভাষা দিবস পালন করাত্যেই মুদ্যের শহীদদ্যের ঘোর আপত্তি,,,,,
ইসব ভরন্যের কুনহ প্রয়োজন আছ্যে বল্যে মুন্যে হয় না,,,,
ইদিক্যে ভাষা দিবস্যে বড় বড় কথা বল্যে দেশপ্রেম্যের পরিচয় দাও আবার অন্যদিক্যে মুর বাচ্চাদ্যের বাংলা টা ঠিক আস্যে না কথা ট বুক ফুল্যায় বলঅ,,,,
ইদিক্যে ব্যাঙের ছাতার মতন গজায় উঠা ইংরিজি টোলে ছ্যেল্য মেইয়ে দ্যের ভর্তি কর‌্যে সাহেবী ঢঙে মানুষ কইরত্যে চাও!

বাহ রে বাঙালি !বাহ!
এর চাইয়ে নাহয় মিছা মিছা ই ভাষা দিবস ট পালন করা ছাড়ে দাও।
যেদিন থিক্যে তুমরা ই ভাষার ঠিক সম্মান ট দিত্যে পাইরব্যেক,সেদিন ই ভাষা দিবস পালন করব্যেক।
সেই বাহান্ন সাল থিক্যে সহ্য করত্যে করত্যে আর না পার‌্যে মুর তুমহাদ্যের কাছ্যে আসা।
মুর মতন আরঅ যারা শহীদ ,তাদ্যের সবারই মন ট বড্ড খারাপ বট্যে,,,,,
ই বাংলা ভাষার অপমান ট মুদ্যের সহ্য হয় না,খুব্যেই কষ্ট হয় ।
সেদিন মুদ্যের এই বলিদান স্বার্থক হব্যেক,যেদিন মুদ্যের বাংলা ভাষা বিশ্ব দরবার‌্যে শ্রেষ্ঠ আসন লিব্যেক।

Powered by themekiller.com