Breaking News
Home / Breaking News / তের বছরে দেশের যে উন্নয়ন করেছে সরকার সাতত্রিশ বছরেও তা হয়নি… মোঃ ইউসুফ গাজী

তের বছরে দেশের যে উন্নয়ন করেছে সরকার সাতত্রিশ বছরেও তা হয়নি… মোঃ ইউসুফ গাজী

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান মোঃ ইউসুফ গাজী বলেছেন, আওয়ামীলীগ সরকার গত তের বছরে দেশের যে উন্নয়ন করেছে গত সাতত্রিশ বছরেও তা হয়নি, বর্তমান সরকারের উদ্যোগে চাঁদপুরের নদী ভাঙ্গনরোধ করেছে, যেটা চাঁদপুরবাসীর দীর্ঘদিনের আশা ছিলো। আগামীতে মেঘনার কড়াল গ্রাস থেকে চাঁদপুরকে রক্ষায় স্থায়ী বাঁধ নির্মানের প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে, চাঁদপুরবাসী তা দেখতে পাবেন। তিনি গতকাল পুরাণবাজার শহীদ মিনার প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন, পুরাণবাজার শহীদ দিবস উদযাপন পরিষদের আহবায়ক ফয়েজ আহমেদ মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, যারা মানুষ মেরে গনতন্ত্র নিয়ে মাতামাতি করে তাদের পতন হবে, তারা শুধু মানুষই মারছেনা, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিভিন্ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ দেশের সফল জনগন তা হতে দিবে না। উক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, পুরানবাজার অবহেলিত, এখানে চোখে পড়ার মত কোনো কিছুই নেই, তাই বিদ্যালয় পরিষদের সাথে আলোচনার মাধ্যমে তিন রাস্তার মোড় একটি ফোয়ারা নির্মান করার আশা রয়েছে, এমনকি জরাজীর্ণ শহীদ মিনারটি উন্নয়ন করা হবে, শহীদ মিনারের সামনেই একটি কক্ষ নির্মাণ করার আশা রাখি, যাতে পুরাণবাজারের মানুষ সব সময় এখানে আলোচনা সভাসহ সব ধরনের অনুষ্ঠান করতে পারে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের নেতা তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী,শহর আওয়ামীলীগের সহ সভাপতি রাধা গোবিন্দ ঘোষ,মুক্তিযোদ্ধা মজিবুর রহমান প্রমুখ। আলোচনা শেষে স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় দেশাত্মবোধক গান পরিবেশন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Powered by themekiller.com