Breaking News
Home / Breaking News / কবি সোনালী আদক এর কবিতা “বুঝবে সেদিন বুঝবে”

কবি সোনালী আদক এর কবিতা “বুঝবে সেদিন বুঝবে”

বুঝবে সেদিন বুঝবে
সোনালী আদক
২০/০২/২২
খুঁজবে আমায় নীল নীলিমায়
ঝরবে অশ্রু ঝরবে
বুঝবে সেদিন বুঝবে।
শিউলি ঢাকা সমাধি মালায়
মুছবে দুচোখ মুছবে
বুঝবে সেদিন বুঝবে।
মিথ্যা স্বপন শূন্য শয্যায়
খুঁজবে আমায় খুঁজবে
বুঝবে সেদিন বুঝবে।
ঘুন ধরা স্বার্থ ভালোবাসায়
ঘুচবে সোহাগ ঘুচবে
বুঝবে সেদিন বুঝবে।
শরীর জুড়ে মাতাল চাওয়ায়
ছুটবে শ্বাস ছুটবে
বুঝবে সেদিন বুঝবে।
ক্ষুধায় গরম ভাতের ধোঁয়ায়
উঠবে ঘ্রাণ উঠবে
বুঝবে সেদিন বুঝবে।
বক্ষ জুড়ে নীরব জ্বালায়
জুঝবে দেখো জুঝবে
বুঝবে সেদিন বুঝবে।
অস্তমিত সন্ধ্যা তারায়
গাঁথবে বিরহ গাঁথবে
বুঝবে সেদিন বুঝবে।
বিদায় জানিয়ে রজনীগন্ধায়
কাঁদবে আড়ালে কাঁদবে
বুঝবে সেদিন বুঝবে।
হৃদয়ের ঐ ফাঁকা আঙ্গিনায়
বিঁধবে কাঁটা বিঁধবে
বুঝবে সেদিন বুঝবে।
ছবিতে মোর চন্দন ফোঁটায়
চুমবে দেখো চুমবে
বুঝবে সেদিন বুঝবে।
এক পলকে ফেরার চাওয়ায়
সাধবে আমায় সাধবে
বুঝবে সেদিন বুঝবে।
অনুভূতির শীতল ছায়ায়
বাঁধবে মায়ায় বাঁধবে
বুঝবে সেদিন বুঝবে।
শূন্য তরীর খেয়া বাওয়ায়
ভাসবে গাঙে ভাসবে
বুঝবে সেদিন বুঝবে।
বাউল কবির সুরের মায়ায়
বুনবে তাল বুনবে
বুঝবে সেদিন বুঝবে।
এলো মেলো দমকা হাওয়ায়
চাইবে পাশে চাইবে
বুঝবে সেদিন বুঝবে।
আপন করে ভীষন পাওয়ায়
খুঁজবে আমায় খুঁজবে
বুঝবে সেদিন বুঝবে।

Powered by themekiller.com