Breaking News
Home / Breaking News / কবি নূরুন্নাহার এর কবিতা ” জোঁক “

কবি নূরুন্নাহার এর কবিতা ” জোঁক “

জোঁক
‌‌‌‌‌‌ নূরুন্নাহার
১১-০২-২০২২

বাড়ির পিছে আছে একটা
সাগর দিঘি বড়,
পানি আছে বুঝা দায়
কুচুরিপনা জড়ো।

মাছ আছে পানি আছে
আরও আছে জোঁক,
এটা হল পানির ভিতর
ভীষণ বাজে পোক।

হাড় নেই শুধু মাংস
রাবারের মত মেলে,
কৃষকেরা জোঁক নিয়ে
অনেক সময় খেলে।

পানির মধ্যে বাস ওদের
ডাঙ্গায় সর্বনাশ,
কৃষকেরা এরই সাথে
করে ফসল চাষ।

জোঁক হতে বাচাঁর জন্য
মুখের লালাই যথেষ্ট,
মনুষ্য জোঁক নাগাল পেলে
জীবন হবে নষ্ট।

Powered by themekiller.com