Breaking News
Home / Breaking News / কবি তহুরা তাসনিম ” তিশা” এর কবিতা “হয়তো তুমি এসেছিলে “

কবি তহুরা তাসনিম ” তিশা” এর কবিতা “হয়তো তুমি এসেছিলে “

কবিতা :-“হয়তো তুমি এসেছিলে ”
কলমে:- তহুরা তাসনিম ” তিশা”
১৯-০২-২০২২

গ্রীস্মের কাঠফাটা রোদ্দুরে-
চারিদিক ঝলসানোর উপক্রম,
হঠাৎ করে ঠান্ডা দখিনা বাতাস হয়ে,
হয়তো তুমি এসেছিলে!
কিন্তু আমি তোমায় চিনতে পারিনি!
বর্ষায় ঘন কালো মেঘের-
বৃষ্টি হয়ে হয়তো তুমি এসেছিলে!
শুষ্ক মরুময় ধরণীতে,
সবুজকে জাগাবে বলে।
কিন্তু আমি পারিনি তোমায় চিনতে!
শরৎ এর নীল আকাশের সাদা-
মেঘ হয়ে হয়তো তুমি
এসেছিলে!
নদীর তীরে পড়ন্ত বিকেলে,
কাশবন কে দেখবে বলে।
কিন্তু আমি চিনতে পারিনি তোমায়!
হেমন্তের হালকা নরম রোদে-
হয়তো তুমি এসেছিলে!
সোনালি পাকা ধানের গন্ধে,
নবান্নের উৎসবে অংশ নিতে।
কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি!
শীতের সকালের শিশির হয়ে-
হয়তো তুমি এসেছিলে!
সরিষা ফুলের মনমুগ্ধকর –
শোভা অনুভব করবে বলে।
কিন্তু আমি পারিনি তোমায় চিনতে!
বসন্তের দখিনা হাওয়া হয়ে,
শীতকে বিদায় দিয়ে হয়তো-
কোকিলের মিষ্টি গান শুনতে-
কৃষ্ণচূড়া পলাশ আমের মুকুল-
দেখতে তুমি এসেছিলে!
হয়তো কোন এক পাখি ডাকা ভোর-
অথবা সূর্য পাটে যাবার মুহূর্তে,
কিন্তু আমি চিনতে পারিনি তোমায়!

Powered by themekiller.com