Breaking News
Home / Breaking News / কচুয়ায় মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যােগে সেবা কার্যক্রম অনুষ্ঠিত

কচুয়ায় মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যােগে সেবা কার্যক্রম অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কচুয়া উপজেলায় মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যােগে ও রহিমানগর ডায়াবেটিক হাসপাতাল সমিতিসহ ১০টি সামাজিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে সেবা কার্যক্রম ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনপুরা-বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন,মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ গোফরানুল হক। উদ্বোধক অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় উপ-পরিচালক মোঃ মনির হোসেন। সূচনা বক্তব্য রাখেন, অর্থ মন্ত্রনালয়ের সাবেক চেয়ারম্যান যুবক কমিশন মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন,মাকসুদা হক ফাউন্ডেশন প্রকল্পের আওতায় হারিচাইল-হাসিমপুর শিক্ষা কল্যান সংস্থা প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন, চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতি (১) এর সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা,রহিমানগর ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহপরান প্রমূখ।

সেবা কার্যক্রমের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ এম,বি,বি,এস ডায়াবেটোলজি ডাক্তার কবীর হোসেনসহ বিভিন্ন রোগের চিকিৎসকদের সেবা এবং ফ্রি ঔষধ প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা,গোহট উত্তর ইউনিয়নের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারির জন্য চিকিৎসা সরঞ্জামের অর্থ প্রদান, কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরন,,অসহায় পঙ্গুত্বদের মাঝে হুইল চেয়ার,শিক্ষা সামগ্রী, আর্থিক শিক্ষা সহায়তা ও কুইজ প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Powered by themekiller.com