Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা “দূরত্ব”

কবি সারমিন জাহান মিতু’র কবিতা “দূরত্ব”

দূরত্ব

সারমিন জাহান মিতু

১৮-০২-২০২২

অরুন্ধতী বয়সটা বেড়ে গেলে সবকিছু কেমন যেনো বদলে যায়,

ইঞ্চি ইঞ্চি দূরত্বটা ভেতরটা ফাঁকা করে দেয় -আগের মতো স্পর্শ গুলো আর গভীরতা ছুঁতে পারে না।

জীবন নদী শুকিয়ে যায় চৈত্র দিনের খরতাপে-বৈশাখী মহাপ্রলয়ে ভেজে না মনের সুপ্ত বালুচর,

কিন্তু আমি তো আজও একি আছি হলদে বর্ণের স্মৃতি গুলো নিয়ে – দু-একটি চুলে সাদা ভাতের রঙ।

মন-প্রাণ বেশ পোড়ে- বুকের ছাতিম তলায় ভালোবাসা গুমরে কাঁদে হয়তো,

তোমার চোখের পাতায় ভর করে যখন ভিন্ন কোন গ্রহ- আমি একা হতে হতে আরও একা হয়ে যাই।

বিশ্বাস করো সৃষ্টির প্রথম হতে আজ অবধি যতবার তোমার নাম ভালোবাসার মন্ত্রে যপ করেছি – বিধাতার প্রার্থনায় ততোবার তাকে ডাকতে পারিনি,

বলা হয়নি হে ঈশ্বর ক্ষমা করো – আমি তোমাকে নয়- তাকেই বারবার ভালোবেসেছি- ঈশ্বর উপহাসের হাসি দেননি – কিন্তু তোমার – আমার দূরত্বটা বুঝতে পেরে মুচকি হেসেছিলেন ঠিকই।

ঈশ্বরের হাসি দেখে আমিও বুঝে গেলাম ভেতর হতে বদলে গেছো তুমি।

Powered by themekiller.com