Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ” হাইয়া-হো”

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ” হাইয়া-হো”

” হাইয়া-হো”
– রিটন মোস্তফা

বুকের বাঁ পাশে ছিলো
ক্ষুধার্ত হৃৎপিণ্ড
মাঝখানে ছিলো
বিস্তীর্ণ রাক্ষস নদী
স্রোতের ফোঁনায় রাখি
প্রাপ্তির হাতখানি।
আমি পাল ছেঁড়া নৌকার মাঝি,
হাইয়া-হো…।

পাকে পাকে দেখেছি
জীবনের হাতছানি
ঢেউয়ে ঢেউয়ে
দোল খাওয়া ছোট রোদ
দেখেছি চিক চিক বালুর বুকে
কত শত প্রহসন
পার ভাঙা দু’পারে
তবুও প্রতিধ্বনি, হাইয়া- হো…..।

দক্ষিণা বাতাসে
বাউলিয়ানা গানে বাউল
কাশবন পেরিয়ে
নববধূর লাজুক ঢলে পড়া
নাও বাঁও মাঝি,
বৈঠায় দাও হাঁক, জোরছে
পারে দিয়ে যুগল,
ফেরার পথ ধরি, হাইয়া-হো….।

বহুকাল হলো
নিজ কুল ছেড়ে,পালে দেই দম
কতকাল হল বুকের চরে
নিজ বধূ কাঁদে-ওহো
কত ভাটির আগ্রাসী পিছু টানে
তৃষিত বুকের মাটি
চল, বেলা ডুবল, বাড়ি ফিরি,
হাইয়া-হো, চল হাঁক ছাড়ি।

Powered by themekiller.com