Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শুভা লাহিড়ীর কবিতা “সন্ধ্যার প্রদীপ নিভে গেলো!”

কলকাতার কবি শুভা লাহিড়ীর কবিতা “সন্ধ্যার প্রদীপ নিভে গেলো!”

#কবিতা:–“সন্ধ্যার প্রদীপ নিভে গেলো!”
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–16/02/2022
******************************

সন্ধ্যে বেলায় সন্ধ্যা প্রদীপ,নিভে গেলো চিরতরে!
তোমার বিহনে সুরের জগতে,নীরবতা ভীড় করে!
জন্মিলে জানি মরিতেও হবে,তাইতো গেলে গো ছেড়ে!
সুরে সুরভিতে তুমি যে সবার,মন কে নিয়েছো কেড়ে!
মহানায়িকার লিপেতে তোমার সুরেতে হারিয়ে যায়!
বাঙালী সবাই তোমার সুরে জীবন খুঁজে যে পায়!
তোমার সুরের দখিন দুয়ার কেন হলো আজ বন্ধ!
একে একে এই তারা খসা মনেতে লাগলো ধন্দ!
এ ভবের অটুট বাঁধন ছিন্ন তুমি যে করে!
না বলে কিছু আকাশের পথে রথেতে গেলে গো চড়ে!
ক’দিন আগেই’ লতা জি’ মোদের, সবারে গেলেন ছেড়ে!
আজও সেই শোকে বিহ্বল মন,গলা টা আসে যে ধরে!
মেরুদন্ডকে সোজা রাখো সবে,বুঝিয়েছিলে কাজে!
আজ বারবার প্রতিবাদ তব, কানের কাছেতে বাজে!
কিছু কিছু জিনিস শেষ হয়েও, হয়না কভু তা শেষ!
তোমার বিহনে মনের দুয়ারে কড়া নাড়ে শুধু ক্লেশ।।
এই বসন্তের প্রারম্ভেই দেখি,সুরের আকাশ বিলীন!
সুরের জগতে ফোটে না পলাশ,হয়ে গেছে বড়ো দীন।।

Powered by themekiller.com