Breaking News
Home / Breaking News / কবি সোনালী আদক এর ” আবছা ভালোবাসা “

কবি সোনালী আদক এর ” আবছা ভালোবাসা “

আবছা ভালোবাসা
সোনালী আদক
১৪/০২/২২

আরো খানিকটা ভালোবাসা ভিক্ষা চাই তোমার কাছে,দেবে আমায় যা বাকি জীবনটা সামলে রাখবো, বুকের পাটাতনে থরে থরে গচ্ছিত।
আর কতো দিন হৃদয়ে যন্ত্রনার ভার বইবো, লোক দেখানো ভালো আছিতে নিজেকে বাঁধবো,
নকল হাসির ভাঁজে ভাঁজে নিজেকে সতেজ রাখবো, লুকিয়ে চোখের জলের স্রোত চোখেই শুষে নেবো।
কী করে ভুলবো সেই দিনের কথা, যৌবনের চাদর সরিয়ে মুখ বাড়িয়ে ছিলে হৃদয়ের আঙ্গিনায়,এক পলকে ছুঁয়ে ছিলে আমাকে, অনুভূতির শীতলপাটি বিছিয়ে ছিলে মনের ব্যালকোনিতে ।
নরম বাহুডোরে লাল কাঁচের চুড়ি ফিকে হতে হতে আজ গোলাপী, শূন্য হৃদয়টা দোলা দেয় স্মৃতির ভীড়ে, খুঁচিয়ে দেয় সুপ্ত ভালোবাসার নরম পাপড়ি গুলো।
ভালোবাসার প্রথম কলি ফোটালে যেদিন হৃদ বাগানে, সেই নীল পদ্ম আজ বিবর্ণ আকাশিতে ঠেকেছে ।
মনের খোলস ছেড়ে বেড়িয়ে এসেছিলাম তোমার বসন্তে আবির রঙে একটা প্রেমের গল্প গড়তে, গল্প লেখা আর হলো না,কারণ তুমি কাছে এসেও এখন বহুদূর, শুধু অপেক্ষা আর অপেক্ষায় কাটছে প্রহর, তোমার ফটো ফ্রেমের সামনে গোলাপ গুচ্ছ থেকে কেবলি একটা একটা করে পাপড়ি খসে পড়ছে।
ভালোবাসা যে বড়োই দুষ্প্রাপ্য, বাজারে দুর্লভ, কোনো কিছুর বিনিময়েই তা কেনা যায় না, ভাঙ্গা হৃদয় খানা যে,আর কোনো ভাবেই জোড়া যায় না, জোড়াতালি দিলেও, একটা আবছা দাগ ঠিক থেকে যায়।

Powered by themekiller.com