Breaking News
Home / Breaking News / ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ২০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্তে ২০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাকারবারী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ১৪ ফেব্রুয়ারি (সোমবার) সকালে ২০ পিচ স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫), একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কের্নেল মঞ্জুর ই-এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে একটা স্বর্ণের চালান পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে। ৩ কেজি ৮৯১ গ্রাম ২০ পিচ স্বর্ণের বারসহ দুই চোরাচালানীকে আটক করে।
আটককৃত স্বর্ণ পাচারকারীদ্বয়, স্বর্ণের বার এবং অন্যান্য মালামাল বেনাপোল পোর্ট থানার মাধ্যমে ট্রেজারিতে জমা করা হয়েছে। #

Powered by themekiller.com