Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের সেরা চার সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের সেরা চার সাহিত্য

জীবন জয়ের গান
সেন্টু রঞ্জন চক্রবর্তী
(আগরতলা,১১/০২/২০২২)

এখানে থামেনা কান্না
থামেনা আগুন শশ্মানের,
আকাশ বিদারী আহাজারি নিয়ত
লাশের মিছিল কবরের |

এ মাটিতে মানুষ প্রাণ দেয় হেসে
মৃত্যুকে ডেকে নেয় হাতে,
সাহসী মানুষ স্বপ্ন দেখতে জানে
অশ্রুসিক্ত ঝড় ঝঞ্জার রাতে |

বাংলার মাটি দুরন্ত খাঁটি
বাঙালিরা সদা নির্ভয়,
বাংলা ও বাঙালি প্রতিবাদ জানে
এ জাতি মাথা নোয়াবার নয় |

গোলা ও বারুদ যতোই আসুকনা
যতোই আসুক জঞ্জাল,
মাটি ও মানুষ রচনা করে
বীরত্বের ইতিহাস চিরকাল |

বর্গীরা আঘাত যতবার করেছে
বিফল হয়েছে প্রতিবার,
প্রতিবাদ প্রতিরোধে চুরমার করেছে
শত্রুর উদ্ধত তলোয়ার |

অকুতোভয় দামাল মানুষ
হেসে হেসে দেয় প্রাণ,
ফাঁসির মঞ্চে বীরদর্পে গায়
জীবন জয়ের গান |

—————————————-
আমাকে আলিঙ্গনের পর

.
বিগলিত প্রার্থনায়
হৃদয়ের বিকশিত ইচ্ছেরা আমার নিয়ত খুন হয়
নিয়তির স্বাচ্ছন্দ্য সাক্ষাতে
অন্তর্যামী আততায়ীর হাতে

অথচ প্রশ্নহীন মুগ্ধতায়
ম্রিয়মান আমি আমার সমবেদনার
গান গাই খামোখাই বেসুরো

উপরন্তু দেখে দেখে হয় না দেখা
সমাজ ও রাষ্ট্রের শুভাকাঙ্ক্ষী মন
দেখি অথর্ব ঠনঠন
ঔপনিবেশিক ভয় আর ছ্যাচ্চর মাফিয়ার কাছে
মানুষের ভিতরবাহির সব জিম্মি হয়ে আছে
মূল্যহীন তুচ্ছ বড়ই দেখি আজ হৃদয়ের অনুনয়
আমাকে জিতে নিক তবু
উৎকর্ষে ভেসে যাওয়া নতুন সময়

আমাকে আলিঙ্গনের পর
দ্বিধাহীন চিত্তে মিশে যাবে জানি মানুষ আর ঈশ্বর…

.
শুক্রবার
১১ ফেব্রুয়ারি ২০২২


——————————————

বোঝে ক’জন
অভিজিৎ ব্যানার্জী
মাত্রাবৃত্ত ছন্দে
১১/০২/২০২২
————————————————
জঠরের জ্বালা সেই বোঝে বালা
পেট আছে যার খালি,
কত ফুল ফোটে কত ফুল ঝরে
বুঝতে পারে না মালি।

কত ঢেউ ওঠে সাগরের বুকে
তারে কভু গোনা যায়?
কত কূল ভাঙে লহর আঘাতে
সে ব্যথা কেউ কি পায়?

কিছু ছিল যার গিয়েছে হারায়ে
খুঁজে চলে সারাবেলা,
দিবসের শেষে গোধূলি আলোয়
ভেঙে যায় সেই মেলা।

আশাহত প্রাণে বিরহের গানে
ওপারের দিকে চেয়ে,
সাঁঝের আকাশে সাঁঝতারা ওঠে
বেদনার গান গেয়ে।

চোখে তার জল করে টলমল
ছায়া ছায়া ব্যথা ভাসে,
নীরব নয়নে মনের গহীনে
দেখে ‘তারা’ হয়ে হাসে।


——————————————

* ছড়াতে নৈরাজ্য *
— রাফিয়া সুলতানা
11.02.22

নেইকো তাগিদ আদৌ আমার
শোধরানোতে ভুল,
বরং ঠিককে ভুল করাটাই
লক্ষ্য আমার মূল !
ফাঁক খুঁজে আর ফোঁকর বুঝে
ফোটাই আমি হুল,
সকল গণ্ডগোলের হোতা,
নিশানা নির্ভুল!
শান্ত জীবন করতে ধ্বস্ত
ফান্দি নতুন রুল!
ঠাণ্ডা মাথায় প্ল্যান যে বানাই-
এক্কেবারে কুল!
ডাণ্ডা হাতে ঝাণ্ডা উড়াই
বাধাই হুলুস্থূল-
ছড়াতে নৈরাজ্য আমার
নেইকো সমতুল!
আমিই রাজা আমিই প্রজা
আমার হাতেই টুল-
প্রশাসনিক,আমিই করি-
প্রশান্তি ভণ্ডুল!

——————————————–

Powered by themekiller.com