Breaking News
Home / Breaking News / জেলে যেতেই হচ্ছে হাজী সেলিমকে

জেলে যেতেই হচ্ছে হাজী সেলিমকে

অনলাইন নিউজঃ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমকে কারাগারে যেতেই হচ্ছে। দুদকের এ মামলায় বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা বহাল রেখে হাই কোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে গতকাল। রায়ের পর্যবেক্ষণে হাই কোর্ট বলেছে, মানসিকভাবে দুর্নীতিকে বৈধতা দিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা দেশের প্রতিটি খাতের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। রায়ে আরও বলা হয়েছে, দুর্নীতি একটি মানসিক রোগ। শুধু শারীরিক শাস্তি দিয়ে একে নিরাময় করা যায় না। এর জন্য প্রয়োজন দুর্নীতিবাজ ব্যক্তি ও গোষ্ঠী চিহ্নিত করা। গত বছর ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। গতকাল এ রায়ের ৬৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Powered by themekiller.com