Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর অসাধারণ কবিতা “নষ্ট হতে চাই”

কবি শ্যামল ব্যানার্জীর অসাধারণ কবিতা “নষ্ট হতে চাই”

গদ্য কবিতা — নষ্ট হতে চাই
শ্যামল ব্যানার্জী
১০/০২/২০২২

নষ্ট হতে চাই… তাই
নির্দায়ী সময়ের কাছে রেখেছি সনদ এক,
অধিকার যত আমার নষ্ট হওয়ার।
আমি সরলীকরণে নষ্ট আজ, চেতন মননে,
আবাদি মনের কাছে, নষ্টতায় নষ্টালজিক।
মাতাল যৌবন রাখেনি তাকে রেখে ঢেকে
সমস্ত স্বাক্ষ্য প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে চারপাশে আমার
খুঁজে নাও।
আমি নষ্ট হয়েছি অরণ্যের মাঝে,
পাহাড়ের খাঁজে খাঁজে, তোমার শরীর ছুঁয়ে,
হেমন্তের শিশিরের ভেজা প্রথম সকালে,
সব মিলেমিশে তোমাতেই দেখি সব একাকার।
এ এক জটিল ফিলোজফি দেখি,
আশ্চর্য তোমাতেই কেন?
আমি নষ্ট বলে বিজ্ঞাপনে আছে ছাড়,
নষ্টের বৈধতা বলতে পারো।
আমি আরও নষ্ট হতে পারি হাজার মহফিল সাজালে পর
সমস্ত সীমানা করে পার,
আসমানী নীল বুকের ভেতর রেখে বিজ্ঞাপন।
তুমিও চেয়েছিলে আমার সাথে
এক নষ্ট প্রেমিকা হতে,
দেওয়াল ভেঙেছি যত আমি .. তার চেয়ে বেশি তুমি
হেঁটেছো আমার সাথে।
নষ্ট হবো বলে, নষ্ট হতে হতে সব সীমানা করেছি পার।
আজ আছি দাঁড়িয়ে এক কালবেলার
সামুদ্রিক ঝড়ে,
কোথাও আকাশ ভাঙে অতৃপ্ত যৌবনে,
সমুদ্র কামার্ত তট চুম্বনে ধেয়ে আসে,
আর আমি এক নষ্ট মানুষ বৈধ মিলন খুঁজি
শ্রাবন্তীর ঘরে।
শ্রাবন্তীর ঘরে মানুষ হয়েছি বারবার,
পেয়েছি ফিরে মানুষের গন্ধ.. মানুষ হবার,
নষ্ট হতে চেয়েছি যদিও আগ্নেয়গিরি ফেটে গেলে প’র,
তবুও শ্রাবন্তী.. তোমার শরীরের অঝোর বৃষ্টিপাত
নিভিয়ে যায় তপ্ত লাভা স্রোত,
এ কোন দিশায়।

Powered by themekiller.com