Breaking News
Home / Breaking News / কবি শুভা লাহিড়ীর কবিতা “নিজের যত্ন নিতে ভুলো না!”

কবি শুভা লাহিড়ীর কবিতা “নিজের যত্ন নিতে ভুলো না!”

#শিরোনামঃ–“নিজের যত্ন নিতে ভুলো না!”
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–১০/০২/২০২২
*************************************
সারাটা দিন নানান কাজে, ব্যস্ত তুমি থাকো!
তোমার মনের খোঁজটা তুমি, নিজেই রাখো নাকো!
দায়িত্ব আর কর্তব্যে নিজে ,থাকতে সদাই চাও,
নিজের দিকে লক্ষ্য দিতে, তাইতো ভুলে যাও!

নিজের মনও চায় যে কিছু, তোমার নিজের কাছে!
এই কথাটা ভুললে তুমি, পস্তাবে তো পাছে!
মনের সাথে করছো যুদ্ধ,যাদের যাদের জন্য!
তারা তোমায় বুঝবে নাকো, ভাববে শুধুই পণ্য!

তাইতো বলি পরের তরে ভাবার, অনেক সময় পাবে!
তার আগে প্লিজ ভাবতে শেখো,তুমি কখন কোথায় যাবে!
ব্যস্ততার মাঝেও যত্ন করে সময় বাঁচাও যদি,
দেখতে পাবে নিজের মনের অশ্রুসিক্ত নদী!

বলছি শোনো মন টা দিয়ে,নিজেকে আগে চেনো!
তারপরেতে সবার তরে, সুখকে কিনে এনো !
মনকে নিজের চিনতে গেলে,একটু সময় রাখা চাই!
সময়টাতে নিজের সাথে ,কথাতো বলো ভাই!

নিজের মনের মানুষটাকে, একটুতো নাও খুঁজে!
দেখবে তখন স্বস্তি তুমি পাবে যে চোখ বুঁজে!
অনেক ভিড়ের মাঝে চলতে গিয়ে একটু থেমে যাও,
প্রশ্ন করো মনকে তোমার,”তুমি কি কি চাও?”

দেখবে তখন মনটা তোমার ,কতটা খুশি হবে!
তোমার সকল কাজের সাথে,তোমার সাথেই রবে!
সবার থেকে দূরে গিয়ে ,একটু ভাবতে শেখো!
নিজের সাথে একলা থেকে,নিজেকে ভালো রেখো!

নির্জনেতে একলা বসে, যদি হারাও আপন মনে!
দেখবে মন অনেক কথা, তোমায় বলছে সংগোপনে!
এমন ভাবেই সবার মাঝে, নিজেই নিজের যত্ন নাও!
সবার জন্য সময় দিলেও,নিজেকে একটু সময় দাও!

আমরা সবাই নিজের সাথে ,অবিচার যে করি!
তাইতো সবাই শেষ বয়সে,শুধু পস্তিয়ে মরি!
থাকতে সময় সবাই যদি নিজের কথা ভাবে!
থাকবেনা কো আফসোস আর,মনেও যে সুখ পাবে।

দায়িত্ব আর কর্তব্য থেকে, একটু সরে যাও !
তোমারও যে অস্তিত্ব আছে, সেটা বুঝতে দাও!
তবেই তুমি দাম পাবে,নয়তো বেকার সব!
তোমার অভাব বুঝবে না কেউ,করবে না কেউ স্তব!

Powered by themekiller.com