Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ীর কবিতা “জানিনা ভুলতে পারবো কিনা!”

কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ীর কবিতা “জানিনা ভুলতে পারবো কিনা!”

#কবিতা:–“জানিনা ভুলতে পারবো কিনা!”
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–09/02/2022
******************************

প্রেম করার মতো দুঃসাহসিক অভিযান করার সাহস হয়নি আমার কখনও!
রাধা কৃষ্ণের প্রেম লীলা আমায় যে সিদ্ধান্তের মুখোমুখি করেছে তা হলো,প্রেম সর্বদাই কষ্টের!
কিন্তু এত কিছুর পরেও তুমি আমার জীবনে অনাহুতের মতো নিখাদ প্রেমের সম্ভার নিয়ে এসেছিলে!
জানিনা কি হয়েছিলো আমার !
তোমার ভালোবাসায় সাড়া দিয়েছিলাম আর মনে মনে ভেবেছিলাম রাধা কৃষ্ণের মতো বিরহ নয়,মিলনই হবে আমাদের প্রেমের পরিণতি!
তোমার ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিলাম তোমার কাছে!
সময়ের স্রোতে তুমি আমার অভ্যেস হয়ে গেলে !
তোমার সাথে একদিন কথা না হওয়া মানে জাগতিক সবকিছু আমার কাছে ভীষণ অগোছালো!
কেউ যে কাউকে এতটা ভালোবাসতে পারে,তুমি আমার জীবনে না এলে আমি কোনোকালেই অনুধাবন করতে পারতাম না!
আমার উদাসীনতা,আমার কষ্ট-বেদনা,আমার একাকিত্ব সবকিছু তোমার ভালোবাসার জাদুতে এক্কেবারে ভ্যানিশ করে দিয়েছিলে তুমি!
আমার জীবনে ঘটে যাওয়া সকল মন খারাপি স্মৃতিগুলোকে ছুঁড়ে ফেলেছিলে তোমার ভালোবাসার সাগরে!
জীবন ইতিহাসের ছেঁড়া পাতাগুলো রোমান্টিক কাব্যের রূপে ধরা দিলো আমার কাছে!
তোমার সঙ্গ আমার বিরহী মনেও রোমান্সের কাব্যিক অনুভূতির সঞ্চার করতে শুরু করলো!
স্বপ্ন দেখতে শুরু করলাম তোমার আমার এক সুন্দর জীবনের!
মাঝে মাঝেই খুব ভয় হতো তোমায় হারিয়ে ফেলার!!
আর তখনই তোমার বুকে জায়গা খুঁজতাম আজীবন আশ্রয়ের!!
আর তুমি আমার মাথার চুলে আঙুল চালাতে চালাতে বলতে আমার এই বুকে শুধু তোমার মাথাই থাকবে আজীবন!!
তোমার উপরে আমার বিশ্বাস ছিলো নিজের চেয়েও বেশি আর তাই তোমার কথায় ভরসা পেতাম একটা নিশ্চিত ভালোবাসা পূর্ন আশ্রয়ের!
কিন্তু একদিন পরিস্থিতির বলি হতে হলো আমাদের দুইজন কে!
চলে গেলে আমায় ছেড়ে এক আলোক বর্ষ দূরে!
তোমায় চাওয়ার অভ্যেস,তোমার সাথে কথা বলার অভ্যেস সবকিছুতে যেন এক অদৃশ্য সমাপ্তি রেখা টেনে দিলে!!
আচ্ছা সত্যি করে বলো তো সবকিছু কি সমাপ্তি রেখা টেনে শেষ করা যায়!
মনের অনুভূতির কি কোনও সীমারেখা থাকে!!
মন তো আর জড় পদার্থ নয় যে,যখন ইচ্ছে যেখানে রেখে দিতে পারি!!
এত বিশ্বাস,এত প্রতিশ্রুতি, এত ভালোবাসা এসব কি আদৌ ভুলতে পারা যায়!
ফোনের হোয়াটস এপ ,মেসেঞ্জার জুড়ে শুধু এক অব্যক্ত যন্ত্রনার ছবি!
তোমার উপরে আমার আর কোনও অভিযোগ, অভিমান থাকবে না !!
আমার জন্য পড়ে থাকবে শুধু অভিনয়ের নাট্যমঞ্চ!
যেখানে অভিনয় করে যেতে হবে আমায় আমার বাকি জীবন!!
তোমায় ছাড়া ভালো থাকার অভিনয়!!
যদিও আমার জানা নেই,যে আমি কতটা সুদক্ষ অভিনয় করতে পারবো এই জীবনের নাট্যমঞ্চে!!
নাকি মাঝ পথে রণে ভঙ্গ দেবার মতো করে নাট্যমঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো চিরতরে এই পার্থিব জগৎ থেকে!!

error: Content is protected !!

Powered by themekiller.com