Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শুভা লাহিড়ীর “চিন্ময়ী দেবী তুমি!”

কলকাতার কবি শুভা লাহিড়ীর “চিন্ময়ী দেবী তুমি!”

#কবিতা:– “চিন্ময়ী দেবী তুমি!”
#কলমে:– শুভা লাহিড়ী
#তারিখ:–০৮/০২/২০২২

**************************************

কয়েক লাইন লিখে কি আর প্রকাশ করা যায়!
তোমার নামের মাহাত্ম্য আর তোমার চির বিদায়!
কন্ঠে তোমার জাদু ছিলো তাই, হতেম মোহিত সবে!
গানের জগৎ তোমার কাছে চিরঋণী হয়ে রবে!

সূর্য যখন অস্তগামী, পারি কি তাকে রাখতে!
তেমনই আমরা কোনও কিছু দিয়ে, মৃত্যু পারিনা ঢাকতে!
জীবন যুদ্ধে হারোনি কখনও,এগিয়েছো তুমি গান নিয়ে!
নানান ভাষায় গেয়েছো গো গান,হৃদয়-আবেগ সুর দিয়ে!

চিন্ময়ী দেবী তুমি ছিলে তাই,অনেকে পেয়েছে স্পর্শ!
আমি যে তোমার গানের সুরেতে,দুঃখেও খুঁজি হর্ষ!
কি বলে তোমায় ব্যাখ্যা করবো,হারিয়ে ফেলেছি ভাষা!
তোমার মাঝেই খুঁজে পাওয়া যায় মমতা ও ভালোবাসা!

আজ তুমি নেই কালের প্রবাহে,গিয়েছো স্বর্গলোকে!
সেখানেও তুমি গান নিয়ে থেকো,থেকো ওগো মহাসুখে!
মন খারাপিতে তোমার গান,ঔষধ সম লাগে!
তোমার বিহনে পৃথিবীও যেন,কেঁদে কেঁদে রাত জাগে।

Powered by themekiller.com