Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক শব্দনগরের দৈনিক সেরা চার সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক শব্দনগরের দৈনিক সেরা চার সাহিত্য

লুডো

উপরে বিশাল আকাশ তারাদের নিয়ে
নীচে পথের দুপাশে সবুজের সারি
বৃষ্টি ধোয়া ধাতব ঝকঝকে
বিশাল কালো অজগর
কতো চাকা ও পায়ের চাপে ক্লিষ্ট

আঁকাবাঁকা জীবনগতি চলে অন্তহীন
কিছু নষ্ট কবিতার পাতা দুলছে আগাছার ঝাড়ে
না চাইলেও রোজ গুণতিতে বাড়ে
শূন্য দোয়াত শুকনো কলম সাদা পাতা
অক্ষর লুকোচুরি খেলে রোজ থাকে অধরা
সুসময় খুঁজে খুঁজে ঘড়িও চারপেয়ে ঘোড়া
কনকনে শীতেও ছুঁযে যায় আদুরে বাতাস
পা ছুঁইয়ে দেখি শিশিরে ভিজে গেছে ঘাস
চোখে পড়ে পাহাড়ি পথের নিচে দাঁড়িয়ে উট
মরীচিকা ভেবে ছুট- ছুট-ছুট
সে পথেরই বাঁকে এক ছিল বড় মৌচাক
মধুলোভে জ্বলে ওঠা আগুনে তা পুড়ে খাক…

(কলকাতা)

©Sonali Mandal Aich

——————————————

কবিতাঃ “আছে আরো চাই”
কলমেঃ এম. আর হারুন

তুই মরিসনে কেন্
ধুসর পৃথিবী কি ক্রয় করা,
বেঁচে থেকে লাভ কি বল্
আছে যার চাই সাড়া।

নেবে কি যা করেছিস
দুনিয়ার বুকে রহমতের ইমারত,
আজতো আছিস কাল থাকবিনা
মাটির সাথে মিশবে তুর হাস্যরস।

আরো চাইবি, আরো নিবি
কি করবি কিবা পাওয়ার আছে,
যা পেয়েছিস তা নিয়ে থাকনা
পড়ে থাকুক আশেপাশে।

এখানেই তুর শেষ নয়তো
জবাবদিহি হবে কাঠগড়ায়,
তখন কি পারবি দিতে
বিলাসি লোভের দুনিয়ায়।
০৮/০২/২০২২

—————————————–

★ প্রেম হয়নি★
… মনিরা ইসলাম
তাংঃ ০৭/০২/২০২২
———————————-
আমাদের কখনো প্রেম হয়নি
একবিংশ শতাব্দীর প্রেমিক প্রেমিকাদের
মতো আমরা প্রেমিক, প্রেমিকাও নই।
ফুল হাতে দাঁড়িয়ে আমরা কখনো
প্রেম নিবেদন ও করিনি
পাশাপাশি বসেছি বহুবার
কিন্তু প্রেমিক প্রেমিকার মতো
আধভাঙ্গা গলায় গুনগুনিয়ে উঠিনি।
বহুপথ হেঁটেছি হাতে হাত রেখে
অভিমান ও করেছি
দুম করে ফোন কেটে দিয়েছি
চিৎকার করে বলেছি আর নয়
আবার প্রবল আকর্ষনে ফিরেও এসেছি
তাই বলে আমরা কিন্তু প্রেমিক প্রেমিকা নই
আমাদের কখনো প্রেম হয়নি।
তবে আমাদের ভালোবাসা হয়েছে
কিছু কথা বিনিময় হয়েছে
প্রতিজ্ঞা নয়, প্রতিশ্রুতি দিয়েছি দুজন দুজনকে।
আমাদের কখনো ঘর হবেনা
কেউ কারো শহরের নাগরিকত্ব চাইব না
নিয়ন আলোয় দু’একবার
ক্যান্ডেল লাইট ডিনার হয়তো হবে।
ভরা পূর্ণিমায় না হোক
ভীষণ অমানিশিতে দুজন দুজনকে সঙ্গ দেব।
আমাদের প্রেম হয়নি
প্রেমিকের মতো কখনো সে খোঁপায়
গোলাপ গুজে দেয়নি
এমন কি শাড়ির ভাঁজের সুগন্ধি টাও
নাক ডুবিয়ে শুষে নেয়নি।
আমিও তথাকথিত প্রেমিকার মতো
তার স্যুট বা টাইয়ের গিট বেঁধে দেইনি।
কিংবা একটু ছুঁয়ে দেখার অভিলাষে
চুল গুলো ঠিক করে দেইনি।
কিন্তু আঙুলে আঙুল ছুঁয়েছি বহুবার
বহুবার দুজন দুজনকে বলেছি ভালোবাসি।
হ্যা, আমাদের প্রেম হয়নি ভালোবাসা হয়েছে
চোখে চোখ রেখেছি বহুবার
দখিনা বাতাসে যখন চুল এলোমেলো
খুব যত্নে কপাল থেকে সরিয়ে দিয়েছে।
আমি চমকে উঠেছি
ঘাড়ের পেছনে তাঁর নিঃশ্বাসের উঠানামায়।
কিন্তু অষ্টাদশী প্রেমিক প্রেমিকার মতো
আবেগ আপ্লূত হয়নি।
আমরা ভালোবেসেছি
দুজন দুজনকে গভীরভাবে জেনেছি
আমরা কখনো প্রেমিক বা প্রেমিকা নই
আমরা দুজন দুজনের পরিপূরক
আমাদের ভালোবাসা হয়েছে
কিন্তু আমাদের প্রেম হয়নি।।

(পাণ্ডুলিপি সংরক্ষিত)
রচনা কালঃ ০৭/০২/২০২২
সিরাজগঞ্জ।

——————————————

অকাল বর্ষা
কলমে-রিতা ব্যানার্জি
তারিখ- 07 02 2022
এই মাঘ দিবসে,অকাল বরষে কাঁদে গো বসুন্ধরা
বুক জুড়ে তার ‘ফসল সম্ভার’ সকলই যে আধমরা।

আলুদের কূল বিপদ-শঙ্কুল,কি করে বাঁচাবে প্রাণ
বোরো-ধান ক্ষেতে,হাসি নাই ফোটে,কি করে রাখে গো মান।

পেঁয়াজের কলি শতত আকুলি,ভূমেতে লুটিয়ে কাঁদে
শাকের মহল,হৃদয়ে কোমল, আজ পাষাণেতে বুক বাঁধে।

সরিষা কোরক,হলুদ মোড়ক,সেও গো ম্রিয়মান
মটরের ফুল ভয়েতে আকুল,ভিজে ভিজে হয়রান

বর্ষা অকালে,নীরবে কাঁদালে,ব্যাথার অশ্রু বাণে
কৃষানির মেয়ে সিক্ত নয়ানে, ঊর্দ্ধে চাহনি হানে।

—————————————-

Powered by themekiller.com