Breaking News
Home / জাতীয় / ফেব্রুয়ারীর রক্ত

ফেব্রুয়ারীর রক্ত

ফেব্রুয়ারীর রক্ত
-মো.হুমায়ুন কবির

বলোনা মা আমায় তুমি
পলাশ কেন লাল
ফাগুন এলেই ভরে ওঠে
কৃষ্ণচূড়ার ডাল।

ফেব্রুয়ারিতে আরও ফোটে
রক্তজবা শিমুল
লাল ফুলেতে সব ছেয়ে যায়
নেইতো কোনো কুল।

সালাম বরকত রফিক জব্বার
আরও কতো ভাই
দেশের তরে আত্মত্যাগের
আর তুলনা নাই।

রক্ত ঝরে লাল হয়ে যায়
ঢাকারই রাজপথ
বীর বাঙালি সেদিনই নেয়
স্বাধীকারের শপথ।

বিশ্ব জুড়ে একটি জাতি
তুচ্ছ করে প্রাণ
ভাষার জন্যে দিয়েছে যে
আত্ম বলিদান।

যাঁদের কাছে প্রাণের চেয়ে
বড় ছিলো দেশ
তাঁদের জন্যে এই বাঙালির
দোয়ার নেইতো শেষ।

Powered by themekiller.com