Breaking News
Home / Breaking News / কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “এ কেমন নাগরিক আমি”

কলকাতার কবি শ্যামল ব্যানার্জীর কবিতা “এ কেমন নাগরিক আমি”

গদ্য কবিতা – এ কেমন নাগরিক আমি
শ্যামল ব্যানার্জী
০৭/০১/২০২২

আমি এক নাগরিক জীবনে থাকি।
রঙ বেরঙের নাগরিক ভীড়ে থাকি অষ্ট প্রহর।
সরু মাথা, পেট ফোলা রিকেটি বাচ্চার মতন,
ছায়ার মতন থাকি, থাকি ছারপোকা হয়ে নৈকট্যের চিড় ধরা কার্ণিশে, অস্তিত্ব হীন।
নির্ঘন্ট সূচীতে ব্রাত্য আমি, অপ্রকট যদিও,
এ হাতেই অনাবিল শূন্যতা নিয়ে দেখি,
মরুদ্দানে মায়াবী জলের ছায়া
ঢেকে যায় দু চোখে অনিবার তৃষা।
এ কেমন নাগরিকত্ব দিলে আমায় প্রভু,
আমার ফুটপাতে ভেসে যায় বুভুক্ষু শ্রমিকের খিদে,
গুনতিতে পাজর কম প’ড়ে যায়,
দৃষ্টি হীন মানবিক ক্ষরায় শুকনো হৃদয়
হাততালি দেয়, জ্বলন্ত অঙ্গারে।
তবুও থাকি, আমি থাকি, এ বিদগ্ধ জন সমাজে, এঁটুলির দম নিয়ে,
পথে ঘাটে মাঠে নাগরিকত্বের শ্রেণী বিন্যাসে।
ছায়ার মতন থাকি, আগাছার মতো থাকি,
ছাই চাপা আগুনের ধিকৃত ধোয়ার মতন,
তবু দাঁত বার করা কলগেট হাসি নিয়ে আছি
অস্তিত্ব জাহিরে,
হে প্রভু, এ কেমন নাগরিক আমি?
তবু্ও একদিন গা থেকে খসে যায়
পলেস্তরার মতন যত নীরেট শামুকের খোলা,
জেগে উঠি একদিন।
ভয়ংকর তুষার পাতের
জমা বরফ সরিয়ে জেগে উঠি..
দেখি,
এখনও মানুষ আছি, ইয়েতির দেশে।
শৈত প্রবাহ চলছিল তবুও বাইরে ছিলাম ।
কে যেন জবাব চাইছিলো আমার কাছে
রাতের ফিস্ ফিস্
কথা বলা শুনতে এলাম।
তারপর.. শুধুই জমাট শূন্যতা ধরি হাতের মুঠোয়,
নির্জন মানবহীন এক তেপান্তরে,
শুধুই এক ঘোর সওয়ার ছুটছে অবিরাম…
টগবগ.. টগবগ.. টগবগ।

Powered by themekiller.com