Breaking News
Home / Breaking News / কবি সানোয়ার হোসেন এর কবিতা “দুর্ভোগ”

কবি সানোয়ার হোসেন এর কবিতা “দুর্ভোগ”

দুর্ভোগ
সানোয়ার হোসেন

এই খানে ছিলো কাশ ফুলের ঝাড়
ওই খানে ছিলো নদীর পাড়।
ওখানে ধানসিঁড়ির মেঠো পথ
ওই যে, ওই খানে বড় বৃক্ষ বট।
জোয়ার ভাটার টানে মাছের সাড়ি
কত যে ছিলো;
শৈবাল দিঘির শৈশবের মাধুরী।
চৈত্রির বারান্দায় খোলা হাওয়া
দাদুর গল্পে জোনাকির মায়া
সবই অম্লান স্মৃতি বিস্মৃতির রূপে
আজ অন্ধকারে ডোবে আছে।
তখন ছিলো না রাজা, কিংবা প্রধানমন্ত্রী
ছিলোনা কোনো বোনে নষ্টামীর খ্যাতি।
আজ গাঁয়ের সেই মেঠো পথে
শিশিরের গায়ে পা টিপে হেঁটে
জন্ম নেয় নষ্ট মেয়ে
বোনেরা দেহ দেয়, নষ্টামীর সাজে
পিতারা রক্ত দেয় সকাল সাঁঝে।
জানালা খুললেই নূপুরের ধ্বনি;
বুঝি ওই আমার বোন যায়,
না না ও তো নষ্টা, শুকুনে খোঁজে যায়।
শাসনতন্ত্র সমাজে আজ বড় দুর্ভোগ
সে অনাহারে থাকে, কেউ বিনিময়
ছাড়া দেয় না পেটের সুখ।
ওকে যেতে দাও।
ওকে খেয়ে বাঁচতে দাও।
তোমরা কেউ ওকে বোন বলো না।
ওকে বুকে নিয়ে পরিচয় দিও না।
তোমাদের মান যাবে।
তোমাদের জাত যাবে।

Powered by themekiller.com