Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর “স্মৃতির গল্প “

কবি রিটন মোস্তফা রিটন এর “স্মৃতির গল্প “

” স্মৃতির গল্প ”
– রিটন মোস্তফা

বদলে গেছে দিন,
বদলে গেছে মানুষ,
সেই সাথে বদলে গেছে ভালোবাসা
প্রেম প্রকাশের ধরণ।
বদলে গেছে মন, বদলে গেছে ক্ষণ
অকৃত্রিম সেই অনুভূতির গল্প গুলো।

ছোট্ট মেয়েটি, যার নাম হিন্দোলা?
ও যখন লম্বা পাড়ের মায়ের শাড়ি পড়ে
দৌড়ে এসে বলতো-
আমাকে মেলায় নিবি? বিল দেখাবি?
যেখানে লাল সাদা থরে থরে
শাপলা ফুলের রাজ্য?
মেঘ দেখাবি টিলার উপর হাত উঁচিয়ে?
চলনা হিন্দোল, লোকের চোখে পর্দা ঢেকে
চল দুজনে যাই পালিয়ে।
হাতটা ধের,
খোলা চুলের গন্ধ দেখো!
দেখবি মজা, মেঘ নেমেছে আমার মাথায়।
চলনা হিন্দোল, আজকে নাহয় টকি দেখাবি।
সেটাও যদি তুই না পারিস,
হরেণ কাকার চুড়ি কিনে চলো হাত ভড়াবি….

যখন নদীর ধারে স্কুল ফাঁকির দিন কাটতো
নরেণ কাকার বাগানটাতে গোপন ছায়ায় প্রেম চলতো!
হাতটি ধরতে সেও কি ভয়, রক্তে উঠতো উথাল ঢেউ
এই টুকুতেই অনেক ভয়, বুকের মধ্যে ঝড় বইতো।
লাজুক চোখে সুযোগ বুঝে একটু দেখা
পরক্ষণেই ভিষণ লজ্জায় ছুট লাগানো।

আহা আমার সেই দিনগুলো কোথায় গেলো!
মানুষ এখন কতই সহজ,এলোপাথারি জীবন গুলো
চাঁদের আলোতে মিলের কালি, নদীর বুকে ঘোলা পানি
নেই সেই প্রেম, নেই সে আমার বুকের কাঁপন, খেলার সাথী।

বদলে গেছে দিন
বদলে গেছে মন
বদলে গেছে আবেগের ছলচাতুড়ি..
বদলে গেছে নিখাঁদ প্রেমের সব অনুভূতি।

(উফফব,,, Anamitra Sanyal দা মনে করিয়ে দিলে, সারা রাত লিখতে পারবো এভাবেই)

Powered by themekiller.com