Breaking News
Home / Breaking News / কচুয়ায় মাকসুদা হক ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেবা কার্যক্রম

কচুয়ায় মাকসুদা হক ফাউন্ডেশনের আয়োজনে আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেবা কার্যক্রম

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
দেশের বহুল প্রচারিত মাকসুদা হক ফাউন্ডেশনের আয়োজনে আসছে ১৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী সার্বজনিন সেবা কার্যক্রম-২০২২ কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।সেবা সমূহ’র মধ্যে রয়েছে ২০২১ সালের এস এস সি, দাখিল ও সমমানের উর্ত্তীণ ছাত্র-ছাত্রী এবং হাফেজদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ০২২ সেবা প্রদানে রহিমানগর ডায়াবেটিক সমিতি, ১০ নং গোহট উত্তর ইউনিয়নের কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নরমাল ডেলিভারির জন্য চিকিৎসা সরঞ্জাম প্রদান, ঘর নির্মানে আর্থিক অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে সেলাই মেশিন বিতরন,হুইল চেয়ার বিতরন, শিক্ষা সামগ্রী বিতরন ও আর্থিক শিক্ষা সহায়তা প্রদান, রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্নয়, করোনা টিকা ও শিশুদের টিকাদান ক্যাম্পেইন এবং কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রদান।
সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন, হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থা, হারিচাইল পদুয়া ও হাসিমপু যুব কল্যাণ সংস্থা, প্রত্যশা সমাজ সেবা সংগটন,বহৃিশিখা সামাজিক সংগটন, রহিমানগর ডায়াবেটিক সমিতি, হারিচাইল স্পোর্টস একাডেমি,অগ্রযাত্রা সামাজিক সংগটন ও হারিচাইল স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা।

উক্ত সেবা কার্যক্রমে সার্বিকভাবে সম্পূক্ত হয়ে আয়োজনটিকে স্বার্থক ও সফল করার জন্য আয়োজকদের পক্ষ থেকে বিনীত অনুরুধ করেছেন, মোঃ আবু আব্দুল্লাহ (নয়ন)।

Powered by themekiller.com