Breaking News
Home / Breaking News / কবি সানোয়ার হোসেন এর কবিতা ” সকলই বৃথা “

কবি সানোয়ার হোসেন এর কবিতা ” সকলই বৃথা “

সকলই বৃথা
সানোয়ার হোসেন

পূবের আকাশে সূর্য উঠে পশ্চিমে ডুবে যায়।
পাখিরা অন্ধকারে জাগে, অন্ধকারেই ঘুমায়।
মাঝামাঝি আলোকিত এই জীবন যাপন
ছলনাময়ী অসহ্য বেদনার সমর্পণ।
বড় আশ্চর্যের এই ভূবন ভূখণ্ড
লড়াই করেই বাঁচে সত্য মিথ্যার ছন্দ।
মানুষ মানুষের ভেদাভেদ আত্মায় আত্মায় দন্দ
ভুল পথের পথিক সবাই, বৃথা হাসি আনন্দ।
কেউ এলো, কেউ গেলো, মরণ ব্যথায়,
সম্পর্ক হয়েছে, আবার ভেঙ্গে হয় ছাই,
তাতে কার কি আসে, কার কি যায়??

একটু ভেবে দেখ,
শিশিরে ভিজে কলি ফুটে, খড়ায় ঝরে যায়।
স্রোত ওঠে, থেমে যায়, নদী মরে, মরুর যাত্রায়।
আমরাও তো ভাই, এসেছি কালের যাত্রায়।

Powered by themekiller.com