Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “আস্থার রক্ত ফোটা”

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা “আস্থার রক্ত ফোটা”

“আস্থার রক্ত ফোটা”
– রিটন মোস্তফা

আমার আস্থার কপালে কালচে দাগ
বুকের অনন্ত গহ্বরে কাঁদে বিশ্বাস
আমি ভরসার হাত গুলো ভুল করেই ধরি।

চাওয়া পাওয়ার ঊর্ধ্বে তো ঈশ্বর থাকেন
আমি বসে ছিলাম ছোট ছোট আস্থার চত্বরে
দেখলাম পচে পচে টুপটাপ ঝড়ছে পচা রস।

যেখানেই হেঁটেছি, যেখানেই আস্তানা গেড়েছি
সেখানেই দেখেছি প্রতারকের শীতল ছায়া
ঈশ্বরকে ডেকে অভিশাপ দেব? সময় ছিলো না।

কোথাও কোন ভরসার নির্মল স্বচ্ছ নদী দেখিনি
দেখেছি কাটার আবরণে উদোম ক্যাকটাস
আমার সমস্ত শরীরে ফুটে ওঠে হিংস্র আঁচর।

যাকেই বুকে টেনে পাঁজরে দিয়েছি ঠাঁই
দেখেছি সেই বন্ধু আমার, ছিদ্র করেছে আস্থা
টুপটাপ ঝড়ছে সেখানে – আজও কিছু রক্ত ফোটা।

Powered by themekiller.com