Breaking News
Home / Breaking News / দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের সেরা চার সাহিত্য

দুই বাংলার বৃহত্তম নেটওয়ার্ক দৈনিক শব্দনগরের সেরা চার সাহিত্য

***********—“সিঙ্গেলদের প্রার্থনা”—***********
**********—✍️শীর্ষেন্দু সমাদ্দার—************
********—রচনাকাল(ইং- ৩১/০১/২২)—********

সরস্বতী পুজোর দিনে
সারাবাংলায় বৃষ্টি আসুক,
তুফান উঠুক তীব্র বেগের-
রাস্তাঘাট সব জলে ভাসুক।
যেমন বেগে আয়লা ছিল-
অথবা যেরূপ- আমফানের;
“তারচে বেশি গতি দিস মা”
প্রার্থনা সব “সিঙ্গেল”– এর।।
ফেব্রুয়ারির ১৪ তারিখ
এটাই আসুক সারাদেশে,
প্রেমেরা সব দুখের জ্বালায়
জ্বলে মরুক অবশেষে।
বিয়ের আগে সিঙ্গেল থাকা
সেটাও যে –একটা আর্ট,
তোমরা ওটা পারোনা বলেই
বোকা হয়েও ভাবো স্মার্ট।।
সিঙ্গেল মানেই শুদ্ধ আত্মা-
তোমরা তাঁর বুঝবেটা কি;
যেসব মেঘের বৃষ্টি থাকে
তারা অত গর্জায় নাকি!
হাসি দিয়ে ফাঁসাতে তোমায়
এরাও পারে ভীষণ রকম,
তবুও এরা করে না- কারণ
চায়না এরা হৃদয়ে জখম।।
বিয়ের পরেও প্রেম করা যায়
এরা ঠিক সেটাই ভাবে,
বউয়ের সাথে সে প্রেমেতে
পার্কে কি আর পেপার লাগে?
সভ্যতাটা এদের থাকুক —
ওই কালচার তোমরা রেখো;
সভ্য হয়ে বাঁচুক এরা–
অসভ্যতা তোমরা শেখো।।

—————————————-
সম্পর্ক
গৌতম সোম
31/01/2022

কিসের পরিচয়, কিসের সম্পর্ক,
কিসের আলাপচারিতা,
সবই তো কিছু সময়ের তরে নির্দিষ্ট,
সময় ফুরিয়ে গেলে সবই মনে হয় ভনিতা l
কার সাথে সম্পর্ক, বাবার সাথে ছেলের,
মায়ের সাথে বাবার, বন্ধুর সাথে বন্ধুর
না কি প্রেমিকের সাথে প্রেমিকার,
সব সম্পর্কই চলে পরিকল্পনা অনুযায়ী কিছু সময়ের জন্য সময় পেরিয়ে গেলেই সব ভুলভ্রান্তির পথ ধরে
গাল-গপ্পে মিলে মিশে হয়ে যায় একাকার l
সব সম্পর্কগুলোকে আমরা যদি একটু
বাজারের ভাষায় দেখি অথবা কথিত সম্পর্কগুলোকে
একটু Marketable কোরবার চেষ্টা করি তবে কি দাঁড়ায়, বাবা বিয়ের পিঁড়িতে বসবার আগে
মায়ের কাছে পণের টাকা দাবি করে,
মা বিচ্ছেদের সময়ে বাবার কাছে
খোরপোষের টাকা দাবি করে,
প্রেমিকা বিয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত
প্রেমিকের সর্বস্ব খেয়ে নেয়,
প্রেমিকও বিয়ের পর-দিনই শ্বশুর মহাশয়ের
ধন-সম্পত্তি বিজ্ঞান সম্মত উপায়ে যতটা পারে হাতড়ে নেয় l আর সম্পর্কে ভাইবোন ঘটা করে ভাতৃদ্বিতীয়ায়
ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে,
কিন্তু বাবা মারা যাবার পর-দিনই নিজের সম্পত্তির
ভাগ নেবার তাগিদে কিছুতেই থাকতে পারে না নিজ ঘরে l বন্ধু একসময় বন্ধুর জন্য রক্ত দেয়া
হাসপাতালে ডিউটি দেয়া
সবকিছুতেই বন্ধুকে আগলে রাখবার
রাখে না কোন ত্রুটি,
সেই বন্ধুই বন্ধুর সুন্দরী বৌকে নিয়ে পলায়ন করা অথবা ,
বন্ধুর বোনের সাথে মায়ের সাথে অবৈধ সম্পর্ক গড়বার সময় মানে না কোন সামাজিক ভ্রূকুটি l
যদিও আমাদের সবারই ইচ্ছে
সুস্থ সম্পর্কের মধ্যে থাকুক ভালোবাসা,
মনের শুভ আদান-প্রদান, অপরের প্রতি দায়িত্ব বোধ, বিবেক-বোধ আর স্বার্থ ত্যাগের আঙ্গিনায়
সম্পর্ক নিয়ে আসুক এক দৃষ্টান্ত-মূলক উজ্জ্বলতা, সম্পর্কে আগমন ঘটুক ঐশ্বরিক চিন্তা-ভাবনা মনুষত্বের নিবিড় মেলবন্ধন আর সম্পর্কের
দায়বদ্ধতা পাক তার ব্যাপক নির্বাক সমৃদ্ধতা l

————————————-
ইচ্ছার মৃত্যু
__________🖊পারভীন আকতার

একটি ইচ্ছার মৃত্যু
ভরে গেল অনাকাঙ্খিত চাওয়ায়
কতোদিন কতো রাত
শুধু আঁধারের বার্তা পৌঁছে দিলো।
ইউক্যালিপটাসের মায়াবী বিলাপ
জানতে না বোধহয়।
বুকফাঁটা আর্তনাদে সে এখন নীরব।
পূণিমা আর অমাবশ্যা একত্রে
ভালো থাকার শ্লোক শুনাতে ব্যস্ত।
প্রিয়মুখ আজ কেমন কটুক্তিতে ভরা
চোখের কাজলে নোনাজলের প্রলাপ।
ভালোবাসার বর্ণমালা দিকভ্রান্ত
খুঁজছে একটু নিদ্রার সৌরভ।
যদি চলে যাই যদি আর ফিরে না আসি
এক মৃত্যুর শোক ভেবে নিও।
স্মৃতির পাঁজরে অনুভবে ক্লান্তির শোক
এ জীবনের ওপারে আসবো আবার।
কিছু কি আর থেমে রবে?
স্বপ্নের ফানুসে শুকুনের ওড়াউড়ি।
একটা নক্ষত্রের লাশ
একটা ইচ্ছার মৃত্যু আলোকবর্ষ দুরের।

_পারু [ ৩১-০১-২২ ]


—————————————

|| প্রত্যাবর্তন ||
||অভিজিৎ দাস ||
– ১৭/০১/১৮

——————————
দারুন শীতের মধ্যে উৎসবের আমেজ
বাইরে বেরিয়ে এসেছি,
আজ
ক্ষমা চেয়ে নেবো সূর্যাস্তের কাছে
বলবো
যাকে ছুঁয়ে ছিলাম আকন্দ পাতার পাশে
তার কাছে অপরিচয়ে বেঁচে থাকতে চাই।

কিন্তু এ কি? ওই যে
আলোর রোশনাই তে দাঁড়িয়ে পরিচিত নারী
সঙ্গে বালক, সে কে? আমারই আদল
ওর মুখে সেই নারীকে ভালোবাসার চিহ্ন
তবে কি তারই পুত্র?
না না এতদিন পরে কেঁপে উঠবো না
বরং ওর গাল টিপে
পাশে দাঁড়ানোর অনুভূতি নিতে হয়।
হ্যাঁ, এই তো সেই বালক
যার জন্য আমাকে বারবার আসতে হয়
ছদ্মবেশে
সূর্যাস্তের কাছে, ক্ষমা চাইতে।

না চাইলেও মনে পড়ে যায়
আকন্দ পাতার পাশে ওই সময়টুকু
“তুই” থেকে “তুমি” হয়ে যাওয়া দু’জন
আবার “তুই” তে ফিরে আসা।

চোখের পাতায় জমতে থাকে শীতের বিন্দু
এই পরাজিত মুখে
প্রত্যাবর্তনের লজ্জাকে সঙ্গে নিয়ে
সেই নারীর সামনে দাঁড়াই।

আমরা যা বলতে পারলাম না, তা বলে দিলো
সেই ছেলেটি
তার নিষ্পাপ হাসির মধ্য দিয়ে।
=========রিপোস্ট =========


————-+———————

Powered by themekiller.com