Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফার লেখা কবিতা “এখনও”

কবি রিটন মোস্তফার লেখা কবিতা “এখনও”

” এখনও ”
– রিটন মোস্তফা

সেই প্রথম দেখার সূর্য ছুঁয়ে নিয়েছি
তোমার চোখের নীলের সুপ্ত আলো৷

বিভোর হয়েছি সময়ের গোল চত্বরে
আশা ভরা বুকে রেখেছি জীবন্ত রঙ৷

মনের সুপ্ত বাসনা গুলো ভাসিয়ে দিয়ে
নীল আকাশে এঁকেছি অবাধ্য স্বপ্নচিত্র৷

সবুজ ঘাসের ডগায় ঝুলিয়ে দিয়েছি
সজীব ভালোবাসার দুর্দান্ত সে বিশ্বাস৷

আমি মানিনি তপ্ত মরুর চোখ রাঙানী
শুনিনি কখনও অযথাই বিরহের পূর্বাভাস।

আমি হেঁটে হেঁটে ধাপে ধাপে এসেছি কাছে
বলেছি সমস্ত পৃথিবী দুহাতে তোমাতে তুলে।

নাও নাও যত চাও, আঁচল ভরে নাও
যা কিছু সঞ্চিত আমার, যা কিছু সম্বল।

দুপায়ে মাড়িয়ে এসেছি জীবনের দূরহ বাঁক
প্রত্যাশার আলো ক্লান্ত দুটি চোখে আঁকি।

ধুলো ওড়া বাতাসে উড়িয়ে এই পৃথিবী
অর্থি, আমি এখনও তোমাকেই ভালোবাসি।

(গতবছর লেখার সাথে নতুন প্রলেপ)

Powered by themekiller.com