Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা “বলো কবি তুমি কার”

কবি সারমিন জাহান মিতু’র কবিতা “বলো কবি তুমি কার”

বলো কবি তুমি কার

সারমিন জাহান মিতু

২৭-০১-২০২২

পৃথিবী কেন অভিশপ্ত শিরোনামের স্বীকারোক্তি মেনে নেয় -বলো কবি,

যদি কলম কথা না বলে রুগ্ন নগ্নতায় থেমে যায়।

তবে কবি সে অভিশাপ তোমার নয়- কেন!!!

কবি তুমি মানুষের দাবি নিয়ে কবে মিছিলে হেঁটেছিলে,

তুমি কি বিবেক বর্জিত – সৃষ্টির উন্মাদনা নয়- তবে থেমো না- যেওনা – এ পথে হেঁটে দেখো কত কথা ক্ষুধার্ত বোবাকান্নার মাঝে।

স্পর্শ করো- অনুভবে চঞ্চল হিয়ার স্পন্দনে দেখো কত হাহাকার,

কেউ বলে না – যুদ্ধের শেষ এখনো হয়নি – শুরু হতেও ঢের বাকি।

কিন্তু কলমের স্ফুলিঙ্গের মহাকাল তোমারই মায়ায় – তোমার জন্য অপেক্ষমাণ,

যদি মানুষ হবার লালিত স্বপ্ন গুলো দুমড়েমুচড়ে দেয় -তবে বলো আমি একক কোন সত্তা নই- প্রতিটি সৃষ্টির পরাগরেণু।

আমি পাখিদের কথা – আমি বেদনার্ত মাঝরাত- নীল অবয়বে আকাশ – আমি পৃথিবী – আমি অরণ্য – আমি সূর্যের দর্পণ।

আমি তোমাদেরই লোক – আমি দুঃখ – আমিই সুখ – আমি কিশোরীর লালচে রঙের ঠোঁট।

আমি কবি – আমি আদি- অন্ত- আমি তোমাদেরই জাগ্রত বোধ।

এবার কবি মানুষ হবার দায়বদ্ধতার কথা বলো।

Powered by themekiller.com