Breaking News
Home / Breaking News / কাদের মির্জার বিরুদ্ধে এবার অভিযোগ দিলেন ৭ চেয়ারম্যান প্রার্থী

কাদের মির্জার বিরুদ্ধে এবার অভিযোগ দিলেন ৭ চেয়ারম্যান প্রার্থী

অনলাইন নিউজঃ
নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর ছোট ভাই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে এবার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ৭ চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। গতকাল বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার সাত ইউপি চেয়ারম্যান প্রার্থী এক সঙ্গে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ও পুলিশ সুপার কার্যালয়ে এই লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগে বলা হয়, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার অনুসারী জনবিচ্ছিন্ন প্রার্থীদের জোরপূর্বক কেন্দ্র দখল করে অবৈধভাবে নির্বাচিত করার লক্ষ্যে সাতটি ইউনিয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আব্দুল কাদের মির্জা ইতোমধ্যে তার সন্ত্রাসীদের দিয়ে এবং তিনি সশরীরে বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে বিভিন্ন দলের নেতাকর্মীসহ কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে। মোবাইল ফোনে ও অনেককে হুমকি দিচ্ছে। এতে করে সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অভিযোগে আরও জানা যায়, কাদের মির্জা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার সরকারি গাড়িসহ তার লোকজন সঙ্গে করে গাড়ি বহর নিয়ে বিভিন্ন গণসংযোগে উপস্থিত হয়ে উস্কানিমূলক বক্তব্য ও নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ফলে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Powered by themekiller.com