Breaking News
Home / Breaking News / চাঁদপুরে হেজবুত তাওহিদের মতবিনিময় সভা

চাঁদপুরে হেজবুত তাওহিদের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঃ চাঁদপুরে হেজবুত তাওহীদ সংঘঠনের আলোচনা ও মত বিনিময় সভা শুক্রবার বিপনীবাগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় হেজবুত তাওহিদের মুল ব্যাখ্যা ও অবতীর্ন ধারা উপস্থাপন করা হয়। সংঘঠনটি আরো শক্তিশালী করতে কচুয়া উপজেলার কৃতি সন্তান ও হেজবুদ তাওহিদের জাতীয় সংঘঠনের নির্বাহী সদস্য ইলা ইয়াসমিন প্রান চেষ্টা অব্যাহত রয়েছে। আসুন সিস্টেমটাকে পাল্টাই শিরোনামে তার অক্লান্ত পরিশ্রম ক্রমান্বয়ে ধাবিত ও প্রসারিত হচ্ছে। সভায় বক্তারা মুল বিষয়ক আলোচনা করেন এবং মন্তব্য পেশ করেন। মুল বক্তব্যটি তুলে ধরা হলো ‘চিরচেনা শব্দ পশ্চাৎপদ বাংলার বুকে নারী আজও অবহেলিত লাঞ্ছিত, নির্যাতিত,এবং সুবিধা বঞ্চিত। নারী জাগরণের পথিকৃৎ হিসেবে আলোড়ন সৃষ্টি নারী লেখিকা বাঙ্গালি জাতির নারীদের অবলা জীব হিসেবে চিহ্নিত করে যতদূর সম্ভব টেনে আলো দেখিয়ে গিয়েছিলেন। সে আলো কিছুদিন ধারাবাহিকতা বজায় থেকে আবার অন্ধকারে পিছু হহটতে হটতে আজ আমাবশ্যার ঘোর অন্ধকারে নিমজ্জিত। সে অনামিশার ঘোর অন্ধকার থেকে নারী জাতিকে, মায়ের জাতিকে মুক্তি দিতে প্রচন্ড প্রজ্জলন হয়ে আবির্ভূত হয়েছেন হেযবুত তওহীদ নামক আন্দোলন। যার প্রতিষ্ঠাতা এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী। আজ চাঁদপুর জেলায় নারী উন্নয়ন বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক (আজাদ) ও নারী বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় সম্পাদিকা ইয়াছমিন আক্তার।

Powered by themekiller.com