Breaking News
Home / Breaking News / কবি সিক্তা পাল এর কবিতা “বিচিত্র মনুষ্যকুল”

কবি সিক্তা পাল এর কবিতা “বিচিত্র মনুষ্যকুল”

# বিচিত্র মনুষ্যকুল
সিক্তা

ভারি অদ্ভুত এই মনুষ্যকুল!
কে যে কখন কোথায় হারিয়ে যাবে
কেউ বলতে পারে না, এই অস্থায়ী
জীবনটা কে কতো না ঝড় ঝাপটা
সইতে হয়। সীমিত জীবন! অথচ
চাহিদা সীমিত নয়, অন্যের শ্বাসরোধ
করেও ছিনিয়ে নিতে হবে।
কতো জন আছে ? বলে আরো বিদ্যা
চাই, আরো জ্ঞান চাই, আরো
মনুষ্যত্ব চাই! অমর কৃতিত্বর
দাগ রেখে যেতে চাই এই
ধরার বুকে, যা পরবর্তী
প্রজন্মকে আলো দেখাবে।
তাদের জন্য সুন্দর সুস্থ পরিবেশ
গড়ে যেতে চাই। যেন কোন ফুল
অকালে ঝরে না যায়, কোন
মায়ের দীর্ঘশ্বাসের বিষ বায়ু
ছড়িয়ে না পরে, কোন নারীর
সম্ভ্রম হারিয়ে চোখের জলের
বন্যায় প্লাবন না নামে !
অস্থিরতার ভারী বাতাসে —
শ্বাস নিতেও কষ্ট হয়। এক
টুকরো খোলা আকাশের নীচে
দাঁড়িয়ে, ইচ্ছে হয় চিৎকার
করে বলি ” ও আকাশ তোমার
উদারতা আমাদের মধ্যে —
সঞ্চারিত করো সঞ্চারিত করো “।

Powered by themekiller.com